প্রতিবেদন : প্রত্যাশামতোই আইএফএ-র অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচে দল নামাল না ডায়মন্ড হারবার এফসি (DHFC)। বৃহস্পতিবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ডায়মন্ড হারবার ও ইস্টবেঙ্গলের মধ্যে লিগের সুপার সিক্সের ম্যাচ ফেলেছিল আইএফএ। ডায়মন্ড হারবারের সমস্যাকে গুরুত্ব না দিয়েই ম্যাচ ফেলা হয়। নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে ম্যাচের দিন বদলাতে রাজি হয়নি আইএফএ। দুপুর ২টো থেকে খেলা শুরুর সময় থাকায় রেফারি, ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে ইস্টবেঙ্গল দলও পৌঁছে যায় মাঠে। কোচ, ফুটবলাররা অপেক্ষা করেন। কিন্তু ডায়মন্ড হারবার যথারীতি মাঠে যায়নি। আইএফএ-র তরফে ফুটবলারদের যে তালিকা দেওয়া হয় সেখানেও ডায়মন্ড হারবারের অংশটি ফাঁকা রাখা হয়েছিল।
আরও পড়ুন- মেসি-লেব্রনদের টেক্কা, আয়ে সেরা রোনাল্ডো
ম্যাচ কমিশনার আধঘণ্টা অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। আইএফএ-র নিয়ম অনুযায়ী, কোনও দল ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের মধ্যে মাঠে হাজির না হলে বিপক্ষ দলকে তিন পয়েন্ট দেওয়ার পাশাপাশি তিন গোলে বিজয়ী ঘোষণা করা হয়। সেটা হলে কলকাতা লিগে চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। কারণ, তারা লিগ শেষ করবে ৪৭ পয়েন্টে। ডায়মন্ডের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে। কিন্তু এক্ষেত্রে বিষয়টি সহজ নয়। ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে আইএফএ-র লিগ সাব কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়ে লিগ চ্যাম্পিয়ন করা হলে ডায়মন্ড হারবার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে।
ডায়মন্ড হারবারের (DHFC) ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আইএফএ তাদের সংবিধান মেনে সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু এক্ষেত্রে আইএফএ-র নিয়ম খাটবে কি না, সেটাও দেখার বিষয়। কারণ, আমাদের মাঠে নামার জন্য ন্যূনতম সময়ই দেওয়া হয়নি। একটা দলের স্বার্থ দেখা হয়েছে। ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়ে লিগ চ্যাম্পিয়ন করা হলে আমরা আইনি পথে যাব। আইএফএ-র নিয়ম খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবেন আমাদের আইনজীবীরা।’’ আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, ‘‘রেফারি, ম্যাচ কমিশনারের রিপোর্ট দেখে এবং সেই অনুযায়ী আইএফএ-র গঠনতন্ত্র মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে।’’