প্রতিবেদন: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election) জন্য জেলায় কেন্দ্রীয় বাহিনীর ২ কোটি সহ গোটা উত্তরবঙ্গে পেট্রোলের বিল বাকি রয়েছে ১৯ কোটি টাকা। কেন্দ্রের এই বকেয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ৬ সকাল থেকে শুক্রবার সকাল ৬ পর্যন্ত ২৪ ঘণ্টা উত্তরের প্রতি জেলায় হবে পাম্প ধর্মঘট। তবে কোচবিহারে শুধু এই ২ কোটি টাকাই নয়, এর বাইরেও রাজ্য সরকারের বিভিন্ন সরকারি অফিসের কাছে আরও অন্তত দেড় কোটি টাকা বাকি রয়েছে। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে তেল ভরে দিয়েছিল বিভিন্ন পেট্রল পাম্প। কিন্তু অভিযোগ, সেই বাবদ প্রাপ্য টাকা এখনও পায়নি পেট্রল পাম্পগুলি।
আরও পড়ুন-তেলের বিল বকেয়া ১৯ কোটি টাকা কেন্দ্রের বিরুদ্ধে আজ উত্তরে প্রতিবাদ
সংগঠনের সভাপতি শ্যামল পালচৌধুরী বলেন, উত্তরবঙ্গের আট জেলায় এই বকেয়ার পরিমাণ ১৯ কোটি টাকা। আমরা তেলের টাকা পাচ্ছি না। আবার একটা নির্বাচন আসছে। রাজ্য সরকার জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী চলাচলের জন্য তেলের খরচ বাবদ টাকা এখনও মেলেনি। ফলে তা দেওয়াও যাচ্ছে না। কেন্দ্র টাকা দিলে দেওয়া হবে। এ বার আমরা কীভাবে চলব? টাকা না পেলে আমরা লোকসভা ভোটে তেল দেব কি না তা নিয়ে ভাবতে হবে। নর্থবেঙ্গল পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলার জোনাল চেয়ারম্যান দীপঙ্কর বণিক বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় ২ কোটি টাকা বাকি রয়েছে। ওই টাকা চাইতে গেলে বলা হচ্ছে হাইকোর্টের নির্দেশে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এসেছে। ফলে বিল তারা দেবে।