জাতীয়

ঝাড়খণ্ডের আদিবাসী মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে সংসদে বিক্ষোভ

প্রতিবেদন : ঝাড়খণ্ডের আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতারের প্রতিবাদে ইন্ডিয়া জোট ওয়াকআউট করল সংসদের দুই কক্ষ থেকেই। দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট অধিবেশনে হেমন্ত সোরেন ইস্যুতে দেখা গেল বিরোধী জোটের মধ্যে ঐক্য। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সি নামিয়ে গ্রেফতার করিয়েছে কেন্দ্র। ইডি কার্যত বিজেপির রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। অবিজেপি রাজ্যগুলিকে টার্গেট করে এভাবেই কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করছে মোদি সরকার। এই রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে এদিন লোকসভা এবং রাজ্যসভা থেকে একযোগে ওয়াকআউট করেন বিরোধী সদস্যরা। নির্বাচিত জনপ্রতিনিধিদের এজেন্সির দ্বারা নির্লজ্জ অপব্যবহারের প্রতিবাদে সংসদের উভয় কক্ষ থেকে ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেসও।

আরও পড়ুন-শপথ নিলেন ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন

এদিন সভা শুরুর প্রথম থেকেই বিরোধী সাংসদদের প্রতিবাদী বিক্ষোভে অধিবেশনের কাজ ব্যাহত হয়। শেষ পর্যন্ত অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিরোধী দলের সাংসদরা। তাঁরা অভিযোগ করেন, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোনও ব্যবস্থা নেননি রাজ্যপাল। অযথা টালবাহানা করে বিধায়ক কেনাবেচার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছেন।
এই বিষয়ে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, হেমন্ত সোরেন একজন শক্তিশালী আদিবাসী নেতা। তাঁর এই অন্যায় গ্রেফতারির তীব্র নিন্দা জানাতে চাই আমি। বিজেপি-সমর্থিত কেন্দ্রীয় এজেন্সিগুলির প্রতিশোধমূলক কাজ এটি। একটি জনপ্রিয় নির্বাচিত সরকারকে দুর্বল করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তিনি আমার ঘনিষ্ঠ একজন বন্ধু। এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে এই কঠিন সময়ে আমি তাঁর পাশে দাঁড়ানোর শপথ করছি। এই ঘটনার প্রতিবাদে ঝাড়খণ্ডের সহনশীল জনগণ কড়া জবাব দেবে। এই গুরুত্বপূর্ণ যুদ্ধে বিজয়ী হবেন হেমন্ত।

আরও পড়ুন-ভ্রান্ত নীতি নিয়ে সরব কাকলি

এদিন রাজ্যসভায় কংগ্রেসের তরফে প্রথম অভিযোগ জানিয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফাপত্র পেশ করার পর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সে-বিষয়ে রাজ্যপালকে যথাসময়ে জানানো হয়েছিল। তারপরেও তিনি গড়মসি করতে থাকেন। ঝাড়খণ্ডে যা ঘটছে, তা সম্পূর্ণ সংবিধান বিরোধী। মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশ কুমার শপথ গ্রহণ করেন মাত্র ১২ ঘণ্টার মধ্যেই আর ঝাড়খণ্ড নিয়ে ইচ্ছাকৃত দেরি করা হল। তৃণমূলের সাংসদ সৌগত রায় সাংবাদিকদের বলেন, ইডি যেকোনও অজুহাতে বিরোধী নেতাদের গ্রেফতার করছে। এখনও অবধি ইডি একটিও অভিযোগ প্রমাণ করতে পারেনি। এটা বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago