Pension Policy: পেনশন নীতির প্রতিবাদে ধরনা

১৯৯৮ সালে ডিভিসির ৩টি ইউনিট থেকেই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করলেও ভূমিহারা পরিবার থেকে সকলকে নিয়োগ করা হয়নি।

Must read

কার্তিক ঘোষ, বাঁকুড়া : এক যাত্রায় পৃথক ফল— পেনশনের ক্ষেত্রে এই নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মরত শ্রমিকরা ১ নভেম্বর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শ্রমিক সংগঠনগুলির দাবি, পুরনো পেনশন নীতি ফিরিয়ে আনা হোক।

আরও পড়ুন-Chandipur Road Accident: চণ্ডীপুরে পথদুর্ঘটনা, হত ৩

প্রকল্পের জমিহারা ৫২০টি পরিবার থেকে আসা গ্রুপ সি/ডি ও আপগ্রেডেড গ্রুপ বি-র ২৫০ কর্মী গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে চিফ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রতিদিন অফিসে হাজিরা দিয়ে সকাল ১১টা থেকে সবাই একসঙ্গে ১ ঘণ্টা চিফ ইঞ্জিনিয়ারের অফিস বিদ্যুৎ ভবনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। দাবি, ভূমিহারা পরিবার থেকে ডিভিসিতে স্থায়ী চাকরি পাওয়া কর্মীদের পুরনো পেনশন স্কিমের আওতায় আনতে হবে।

আরও পড়ুন-Kumargram BJP Mishap: কুমারগ্রামে ফের ভাঙল বিজেপি

প্রয়োজনে পেন ডাউন করে কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন। আন্দোলনকারীদের আহ্বায়ক দেবাশিস মুখোপাধ্যায় জানান, আটের দশকের শেষে ডিভিসি মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শুরু করে। কারখানা করতে বেশ কয়েকটি গ্রামের চাষজমি ও বাস্তুবাড়ি অধিগ্রহণ করে দেয় রাজ্য সরকার।

জমি ও বাস্তুহারাদের দাবিমতো ১৯৯৪ সালে ক্ষতিগ্রস্তদের নিয়ে ডিভিসি ও রাজ্য সরকারের ত্রিপাক্ষিক চুক্তির পর ৫২০ জন ভূমিহারাকে ডিভিসিতে স্থায়ী চাকরি দেওয়া হয়। চুক্তিতে বলা হয়, প্রকল্পের ৩ নম্বর ইউনিট চালু হওয়ার সঙ্গে সঙ্গে ভূমিহারাদের নিয়োগ করা হবে। ১৯৯৮ সালে ডিভিসির ৩টি ইউনিট থেকেই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করলেও ভূমিহারা পরিবার থেকে সকলকে নিয়োগ করা হয়নি।

Latest article