দলিত ছাত্রর পক্ষ নিয়ে প্রতিবাদ ভিবিউফার বিশ্বভারতী

চিঠিতে সংগঠনের তরফে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য, কৌশিক ভট্টাচার্যের বয়ানে বলা হয়েছে, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দলিতবিরোধী বর্ণবাদী ব্রাহ্মণ।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : দলিত ছাত্র সোমনাথ সৌয়ের এমএ-তে ভর্তি আটকানোর প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ই-মেল করল বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন ভিবিউফা। প্রতিলিপি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক, আচার্য, রেক্টর, ইউজিসি চেয়ারম্যান এবং কেন্দ্রীয় এসসি কমিশনের চেয়ারম্যানকেও। চিঠিতে সংগঠনের তরফে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য, কৌশিক ভট্টাচার্যের বয়ানে বলা হয়েছে, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দলিতবিরোধী বর্ণবাদী ব্রাহ্মণ।

আরও পড়ুন-গদ্দারের নামে কোনও সন্তান নয়, সাফ কথা সায়ন্তিকার

এর আগেও অভাবী মেধাবী দলিত ছাত্র বিজ্জু সরকারকে উপাচার্যের বক্তব্য রেকর্ড করার জন্য হোস্টেলছাড়া করা হয়। এসএসটি কমিশনের অনুমোদন ছাড়াই বিভিন্ন পদের রোস্টার পরিবর্তন করা হয়েছে। উপাচার্য সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য মানহানি হয়েছে বলে মনে করলে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ বা মানহানির মামলা করতে পারতেন। কিন্তু তা গ্রহণযোগ্য হবে না বুঝেই ক্ষমতার অপপ্রয়োগ করে বিশ্বভারতীর অ্যাডমিশন কো-অর্ডিনেশন শাখার প্রধানকে চিঠি লিখে এবং সেন্ট্রাল অ্যাডমিশন কমিটিকে দিয়ে বেআইনিভাবে সোমনাথের ভর্তি প্রক্রিয়া আটকে রেখেছেন। দুটো সংস্থারই তিনিই চেয়ারম্যান। ৮ সদস্যের ক্যাঙারু তদন্ত কমিটি তিনি মঞ্জুর করেছেন, যা আইনের চোখে বৈধ নয়। ওই কমিটির বেশিরভাগ সদস্য উপাচার্য মারফত বেআইনি প্রমোশন বা নিয়োগ বাগিয়েছেন। তাই কমিটি পক্ষপাতদুষ্ট বলে দাবি সংগঠনের। সোমনাথের বিষয়ে এই কমিটি তদন্ত করতেই পারে না। কেননা সোমনাথ মাইগ্রেশন নেননি, এমএতে ভর্তির আবেদন করেছেন।

Latest article