কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাজেট বরাদ্দ নিয়ে আলোচনায় উত্তর পূর্বের রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা। বুধবার ছিল স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। সেখানে উত্তর পূর্বের রাজ্যগুলির বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে, সেই বৈঠকেই অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) সহ উত্তর পূর্বের রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিরোধী শিবিরের পক্ষ থেকে। বিশেষ করে, অরুণাচল প্রদেশের গ্রাম থেকে এক নাবালককে চিনা সেনার অপহরণ করার বিষয়টিও উঠে আসে এদিনের আলোচনায়। কয়েকদিন আগে বাজেট অধিবেশনের সময়েই বিষয়টি নিয়ে সরব হন অরুণাচলের (Arunachal Pradesh) সাংসদ ও রাজ্যের বিজেপি সভাপতি টাপিরগাও। যেভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে চিনের ফৌজ অরুণাচলের নাবালক মিরাম টারোনকে অপহরণ করেছিল, তা নিয়ে এদিনের সংসদীয় বৈঠকেও উদ্বেগ প্রকাশ করা হয়।