সংবাদদাতা, কোচবিহার : বাংলা ও বাংলার নাগরিকদের ওপরে বিজেপি সরকারের হয়রানির প্রতিবাদে কোচবিহারে তৃণমূলের তুমুল বিক্ষোভ। কোচবিহারে একই দিনে নয়টি জায়গায় হয়েছে কর্মসূচি। সোমবার কোচবিহারের তৃণমূল নেতৃত্বের সঙ্গে নিয়ে কলকাতায় বিশেষ আলোচনা করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরের দিনই মঙ্গলবার সকাল থেকে তৃণমূলের এই কর্মসূচি ছিল। বেলা ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত চলে অবস্থান-বিক্ষোভ।
আরও পড়ুন-রং বদলে অত্যাচার বিজেপির, কেশপুর হবে ওদের শেষপুর
তৃণমূলের এই অবস্থান-বিক্ষোভ চলাকালীন সামনে দিয়ে গদ্দার অধিকারী যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা এনআরসির প্রতিবাদে তাঁর গাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল জেলা সভাপতি তথা দলের মুখপাত্র পার্থপ্রতিম রায় এদিন খাগড়াবাড়ি-সহ জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশে ছিলেন৷ তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, জেলা জুড়ে ১৯টি জায়গায় কাতারে কাতারে তৃণমূল কর্মীদের ভিড় ছিল৷ কর্মসূচি সফল হয়েছে। এদিকে গদ্দার কোচবিহারে এসে মিথ্যা অভিযোগ তুলেছেন দাবি তৃণমূলের৷ এর প্রতিবাদেও তৃণমূলের পক্ষ থেকে এদিন কোচবিহার স্টেশন চৌপথি থেকে মিছিল বেরোয়৷ উদয়নের অভিযোগ, বিজেপি সরকার এনআরসির নামে সাধারণ মানুষকে হয়রানি করছে৷