বিমানবন্দরে প্রতিবাদ-মিছিল

তাতে বিমানবন্দরের চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, নূন্যতম মজুরি, বোনাস-সহ বিভিন্ন দাবি জানান হয়েছে।

Must read

প্রতিবেদন: সোমবার (Monday) কলকাতা বিমানবন্দরে (airport) আইএনটিটিইউসি অনুমোদিত এনএসসিবিআই এয়ারপোর্ট কন্ট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মিছিল করলেন কর্মীরা। মিছিলের পর বিমানবন্দরের ডিরেক্টরের কাছে ইউনিয়নের তরফে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।

আরও পড়ুন-কর্মী ও নেতাদের মধ্যে তৈরি হয়েছে সংশয়, আন্দোলনের নামে অশান্তি নয়, বিজেপিকে জানাল পুলিশ

তাতে বিমানবন্দরের চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, নূন্যতম মজুরি, বোনাস-সহ বিভিন্ন দাবি জানান হয়েছে। এদিনের মিছিলে সংগঠনের কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ অধ্যাপক সৌগত রায়, আইএনটিটইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং, বিশিষ্ট শ্রমিক নেতা ও কাউন্সিলর বরুণ নট্ট-সহ অন্য নেতৃবৃন্দ।

Latest article