সংবাদদাতা, চোপড়া : বিএসএফের উদাসীনতায় চার-চারটি শিশুর মৃত্যু হলেও বিএসএফ কর্তৃপক্ষ কোনও মানবিক পদক্ষেপ নেয়নি। এখনও মৃত শিশুদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেনি। সেই ক্ষতিপূরণের দাবি তুলে চোপড়ায় তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। তা শনিবার পঞ্চম দিনে পড়ল। উল্লেখ্য, চোপড়ার চেতনাগছ এলাকায় বিএসএফের গাফিলতিতে তাদের খোঁড়া গর্তে মাটিচাপা পড়ে মারা যায় চারটি শিশু।
আরও পড়ুন-শান্তিনিকেতনে বসন্তের আবাহনে মাতল পাঠভবনের পড়ুয়ারা
তদন্তে আসে রাজ্য শিশুসুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। বিএসএফ রাজ্য প্রতিনিধিদলের বৈঠকে নিজেদের গাফিলতি স্বীকার করলেও ক্ষতিপূরণ নিয়ে মুখে কুলুপ আঁটে। কমিশনের তরফে দাবি জানানো হয় এই পরিবারগুলিকে সহায়তা প্রদানের। সেই দাবি নিয়ে শনিবারও আন্দোলন চলে তৃণমূল কংগ্রেসের তরফে। বিধায়ক হামেদুল রহমান-সহ অন্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।