রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস বা পিএসি’র চেয়ারম্যান পদে মুকুল রায়ের ইস্তফার পরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে (Krishna Kalyani) সেই পদে মনোনীত করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে মুকুলবাবুর পর কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) যাতে এই কমিটির চেয়ারম্যান হতে না পারেন তার জন্য ফের কোমর বেঁধে নামছে বিজেপি। সূত্রের খবর, আদালতে মামলা ঠোকার প্রস্তুতি নিচ্ছেন শুভেন্দু অধিকারী। সংবিধানে কোথাও বলা নেই যে বিরোধী শিবিরের বিধায়ককেই লোকসভা বা বিধানসভায় পিএসি চেয়ারম্যান পদ ছেড়ে দিতে হবে। লোকসভায় বা বিধানসভায় পিএসি’র চেয়ারম্যান পদে বিরোধী দলের সাংসদ বা বিধায়ককেই বসানো হয়। শাসক দল সেই পদ ছেড়ে দেয় বিরোধী পক্ষকে।
আরও পড়ুন: এলাকাবাসীর দীর্ঘদিনের আশাপূরণে মুখ্যমন্ত্রী, দুই ২৪ পরগনা যোগ করল সেতু