ফাইনালে ইন্টারের সামনে পিএসজি

আফসোস করতেই পারেন কিলিয়ান এমবাপে। অধরা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার আকাঙ্ক্ষা নিয়ে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ফরাসি তারকা

Must read

প্যারিস, ৮ মে : আফসোস করতেই পারেন কিলিয়ান এমবাপে। অধরা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার আকাঙ্ক্ষা নিয়ে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ফরাসি তারকা। কিন্তু রিয়াল কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছে। অন্যদিকে, যে দলের কাছে এমবাপেরা হেরেছিলেন, সেই আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল এমবাপের প্রাক্তন ক্লাব পিএসজি। লন্ডনে গিয়ে প্রথম পর্বের সেমিফাইনাল ম্যাচ ১-০ গোলে জিতেছিল পিএসজি। বুধবার রাতে প্যারিসে আয়োজিত ফিরতি লেগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে, দুই পর্ব মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে টিকিট ছিনিয়ে নিলেন লুইস এনরিকের ফুটবলাররা।

আরও পড়ুন-‘হেরিটেজ’ কফি হাউসের বেআইনি নির্মাণ ভাঙল কলকাতা পুরসভা

লিওনেল মেসি, নেইমার দ্য সিলভা, এমবাপের মতো মহাতারকারা পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি। তুলনামূলকভাবে তারকাহীন দল নিয়েই পিএসজিকে ফাইনালে তুললেন এনরিকে। আগামী ৩১ মে মিউনিখে আয়োজিত ফাইনালে এনরিকের দলের সামনে ইন্টার মিলান। সেদিন জিতলেই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়বে পিএসজি।
এক গোলে পিছিয়ে থাকা আর্সেনাল শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল। কিন্তু বিপক্ষ গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমার কাছে আটকে যায় তাদের যাবতীয় আক্রমণ। অন্যদিকে, খেলা যত গড়িয়েছে, ততই ম্যাচে প্রাধান্য বিস্তার করেছে পিএসজি। ২৭ মিনিটেই ফাবিয়ান রুইসের গোলে এগিয়ে যায় পিএসজি। স্প্যানিশ মিডফিল্ডারের গোলার মতো শটের নাগালই পাননি আর্সেনাল গোলকিপার। ৭২ মিনিটে ফের গোল তুলে নেয় পিএসজি। এবার গোল করেন আশরাফ হাকিমি। চার মিনিট পরেই বুকায়ো সাকার গোলে ব্যবধান কমায় আর্সেনাল। কিন্তু শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় সাকাদের।

আরও পড়ুন-বাজারে আনতে হবে হাঁসের মাংস, কমাতে হবে দাম, বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

ম্যাচের পর পিএসজি কোচ এনরিকে বলেন, ‘‘পুরো কৃতিত্ব ফুটবলারদের। দায়িত্ব নেওয়ার পর, প্রথম দিনেই ওদের বলেছিলাম, কঠোর পরিশ্রম করে ক্লাবকে সাফল্য এনে দিতে হবে। নতুন ইতিহাস গড়তে হবে। আমাদের সামনে এবার সেই লক্ষ্য পূরণ করার দুর্দান্ত সুযোগ। দীর্ঘ বছর ধরে যে ট্রফিটা জেতার স্বপ্ন আমরা দেখে এসেছি, সেই ট্রফিটা এবার জিততে চাই।’’ অন্যদিকে, আর্সেনাল কোচ মিকেল আর্তেতার দাবি, ‘‘দুই পর্ব মিলিয়ে আমার দলই ভাল ফুটবল খেলেছে।
দুর্ভাগ্য, সুযোগ কাজে লাগাতে পারিনি বলে ছিটকে গেলাম।’’

Latest article