প্যারিস, ২৪ অগাস্ট: কিলিয়ান এমবাপেকে কি ধরে রাখতে পারবে পিএসিজ? এই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে! লিওমেল মেসি প্যারিসে পা রাখার পর থেকেই এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এমবাপে নিজেও এই গুঞ্জন আরও কিছুটা হলেও উসকে দিয়েছেন পিএসজির নতুন চুক্তিপত্রে সই না করে।
ক্লাবের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ফরাসি তারকার। সম্প্রতি এমবাপের চুক্তি আরও পাঁচ বছর বাড়ানোর জন্য আলোচনা শুরু করেছিল পিএসজি। এই চুক্তিপত্রে সই করলে, নেইমারের সমান বেতন পেতেন এমবাপে। তবে তিনি তা এড়িয়ে গিয়েছেন। ফরাসি ও স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদ তো বটেই, ইংল্যান্ডের এক নামী ক্লাবও ফরাসি তারকাকে টিমে পেতে আসরে ঝাঁপিয়েছে। আরও খবর, এমবাপে নিজেও পিএসজি ছাড়ার জন্য মনস্থির করে ফেলেছেন। এ বছর না হলেও, আগামী মরশুমে চুক্তির মেয়াদ শেষ হলেই তিনি ফ্রি ফুটবলার হিসেবে নতুন ক্লাবে যোগ দেবেন। আর সেটা রিয়াল মাদ্রিদ হওয়ার সম্ভাবনা প্রবল।
ফরাসি সংবাদমাধ্যমের খবর, পিএসজিও এমবাপের পরিবর্ত খোঁজা শুরু করেছে। আর এই দৌড়ে এগিয়ে এভার্টনের ব্রাজিলীয় তারকা রিচার্লিসন।