নবান্ন অভিযান রুখতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

তিনি অভিযোগ করেন নবান্ন অভিযান ঘিরে শহরের জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

Must read

আরজি কর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে তিলোত্তমার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আগামী ৯ আগস্ট। এবার হাওড়ার এক বাসিন্দা সেই অভিযানের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) দ্বারস্থ হলেন। তিনি অভিযোগ করেন নবান্ন অভিযান ঘিরে শহরের জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই এই কর্মসূচি আটকাতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হল। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। আগামী বৃহস্পতিবার শুনানির দিন নির্ধারিত হয়েছে। ব্যবসায়ীদের পক্ষ থেকেও একটি মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। সেই মামলার শুনানি রয়েছে সিঙ্গল বেঞ্চে বুধবার। নবান্ন অভিযানের প্রভাব নিয়ে পরপর দু’দিন আদালতের নজরে আসছে এই ইস্যু। মামলাকারীর যুক্তি, প্রতিবাদে আপত্তি নেই, আন্দোলন হলেও বড় জমায়েতের ফলে রাস্তায়।চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। নিত্যযাত্রী থেকে স্কুল শিশুরা, এমনকি রোগী ও অ্যাম্বুল্যান্স পরিষেবা পর্যন্ত ব্যাহত হয়। দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটে। জনস্বার্থেই এই উদ্যোগ বলে জানানো হচ্ছে।

আরও পড়ুন-নীতীশের রাজ্যে অসবর্ণ বিয়ের সাজা! সরকারি হাসপাতালেই জামাইকে খুন শ্বশুরের

আগামী ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন গতবছরের আর জি কর চিকিৎসক ধর্ষণ ও খুনকাণ্ডে নিহত তরুণীর মা-বাবা। সেই অভিযানে তাঁদের পাশে দাঁড়িয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু এই অবস্থায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা জানিয়ে দিলেন, ওই কর্মসূচিতে তাঁরা থাকবেন না। ৮ অগস্ট তাঁদের নিজস্ব কর্মসূচি রয়েছে, সেখানেই যোগ দেবেন তাঁরা। তাঁরা জানিয়ে দিয়েছেন সব রকম রাজনৈতিক কর্মসূচি থেকেই দূরে থাকতে চান আন্দোলনকারী পড়ুয়ারা।

Latest article