সংবাদদাতা, পুরুলিয়া : উন্নয়ন আর শান্তির বার্তার প্রতীক্ষা। একসময় যে জঙ্গলমহল ছিল অশান্ত, তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন স্থিরতা, শান্তি। ওঁর সেই লড়াইয়ে শরিক বাংলার যুব সমাজের নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক আসছেন পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় এলাকায় শান্তি আর উন্নয়নের দূত হয়ে। তাঁর আগমন ঘিরে শুধু তৃণমূল নেতা-কর্মীরাই নন, সাধারণ মানুষও মুখিয়ে।
আরও পড়ুন-BREAKING অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাভার আগেই বাগমুন্ডি থেকে উদ্ধার তলোয়ার
হাতে মাত্র কয়েক ঘণ্টা। সোমবার দুপুর একটায় বাঘমুণ্ডি থানার কালিমাটি গ্রামে জনসভা করবেন অভিষেক। বাঘমুণ্ডি, ঝালদা ১, ঝালদা ২, আড়শা ব্লকের মানুষ মূলত থাকবেন সভায়। তাতেই এত লোকের জায়গা দেওয়া নিয়ে চিন্তায় তৃণমূল নেতৃত্ব। যুবকর্মীরা বেশি উৎসাহিত। বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, নবজোয়ার কর্মসূচিতে অভিষেক পুরুলিয়া এলেও বাঘমুণ্ডি আসতে পারেননি। যুব কর্মীদের দাবি ছিল, যুব জননেতাকে আসতে হবে তাঁদের এলাকায়। অভিষেক রাজি। ফলে কর্মীদের ইচ্ছেপূরণের উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। অভিষেক আকাশপথেই কালিমাটির সভায় যাবেন। ওঁর আগমনে এলাকা জনসমুদ্রে পরিণত হবে বলে জানালেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া।