প্রতিবেদন : বিগত নির্বাচনের পরিসংখ্যান এবং বর্তমানে জনসমর্থন, এই দুইয়ের নিরিখে তৃণমূলের জয় স্রেফ সময়ের অপেক্ষা। তবুও রাজনৈতিক লড়াইয়ের ময়দানে জমি ছাড়তে নারাজ প্রার্থী। আরও বড় ব্যবধানে জয় হাসিল করতে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন নৈহাটির প্রার্থী সনৎ দে।
শনিবার সকাল থেকেই ময়দানে নেমে পড়েন তিনি। নৈহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ড ও শিবদাসপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারেন। গৌরীপুর বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। বিকেলে শুরু হয় র্যালি। রোড শো-এর ফাঁকে ফাঁকে পথসভা ও জনসভা হয় কামপা, গাজিপির হাট, গৌরীপুর, পাওয়ার হাউস এলাকায়। বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ পার্থ ভৌমিক, সায়নী ঘোষ। এছাড়াও ছিলেন মইদুল ইসলাম, প্রীতম সরকার প্রমুখ।
আরও পড়ুন-কেরলে কংগ্রেস বলছে বাম-বিজেপি ভাই-ভাই
নৈহাটির প্রত্যন্ত গ্রামেও জনসভা হয় সনৎ দের সমর্থনে। উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্য তৃণমূলের সভাপতি সাংসদ সুব্রত বক্সি, বিধায়ক রাফিকার রহমান, সুবোধ অধিকারী, পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় প্রমুখ। পাশাপাশি নৈহাটিতে একটি সভায় উপচে পড়া ভিড়ে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছিলেন বিধায়ক নির্মল ঘোষ, সুবোধ অধিকারী, অর্পিতা ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ নেতৃত্ব।