পানীয় জলের পর এবার বেহাল রাস্তা নিয়ে জনপ্রতিনিধিদের অভিযোগ জানাতে বিধানসভায় (Assembly) বসছে ড্রপ বক্স। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে পূর্তমন্ত্রী পুলক রায় এই ড্রপ বক্স বসানোর কথা ঘোষণা করেন। বুধবার বিধানসভার অধিবেশনে একাধিক বিধায়ক রাস্তার বেহাল অবস্থা নিয়ে অভিযোগ তোলেন। এই প্রসঙ্গে অধ্যক্ষ বিধায়কদের অভিযোগ জানানোর জন্য বিধানসভায় একটি ড্রপ বক্স রাখার জন্য নির্দেশ দেন। জমা পড়ার দু’দিনের মধ্যে অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট আধিকারিক ব্যবস্থা নেবেন।
অধ্যক্ষ বলেন, “এত মানুষ হাত তুলছেন রাস্তা নিয়ে প্রশ্ন করার জন্য। সত্যি কথা বলতে বর্ষায় রাস্তার অবস্থা খুবই খারাপ হয়েছে। কোথায় কোথায় রাস্তা খারাপ তা জানানোর জন্য বিধানসভায় একটা ড্রপ বক্স রাখার জন্য মন্ত্রীকে বলছি। যারা রাস্তা নিয়ে অভিযোগ জানাতে চান তারা দুই দিনের মধ্যে ওই ড্রপ বক্সে অভিযোগ জমা দিন।”
আরও পড়ুন- স্মার্ট মিটার বসানোর নামে রাজনীতির চেষ্টা বিরোধীদের, বিধানসভায় তোপ বিদ্যুৎমন্ত্রীর
মন্ত্রী পুলক রায় জানান, বৃহস্পতিবার থেকেই বিধানসভায় ওই ড্রপ বক্সের ব্যবস্থা চালু করা হবে। সম্প্রতি উত্তরবঙ্গের বৈঠক থেকে এ ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারী যানবাহন চলাচলের ফলেই গ্রামের রাস্তা দ্রুত ভেঙে পড়ছে। উত্তরবঙ্গের ওই বৈঠক থেকে ডিজির উদ্দেশে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, “এটা সিরিয়াসলি দেখো। আমরা রাস্তা তৈরি করব, আর ওভারলোডিং গাড়ি পুলিশ যেতে দেবে, এটা হতে পারে।” কেউ নির্দেশ না শুনলে তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বছর দুয়েক আগে পানীয় জলের সংযোগ নিয়ে জনপ্রতিনিধিদের অভিযোগ নথিভুক্ত করতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে বিধানসভায় ড্রপ বক্স বসানো হয়েছিল।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…