সংবাদদাতা, গঙ্গাসাগর : হাতে গোনা আর কয়েকদিন তার পরেই গঙ্গাসাগর মেলা। এবছর বিপুল পরিমাণে ভক্ত সমাগম হওয়ার আশা করা হচ্ছে। তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের আধিকারিক থেকে মন্ত্রীরাও মেলার স্থান পরিদর্শনে যাচ্ছেন। শনিবার মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপ পরিদর্শনে এলেন জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও কানাইয়া কুমার রায় এবং সুন্দরবন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গঙ্গাসাগর মেলার মাঠ এবং অস্থায়ী পরিকাঠামো সরেজমিনে ঘুরে দেখেন মন্ত্রী। এদিন উচ্চপর্যায়ের বৈঠকও করেন মন্ত্রী। উপস্থিত ছিলেন জেলা পুলিশের শীর্ষ কর্তারাও। ‘যাত্রী সুরক্ষা’ নিয়েই মূলত আলোচনা হয় এদিন। ভিড় নিয়ন্ত্রণ, ড্রোনে নজরদারি এবং জরুরি পরিষেবা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।
আরও পড়ুন-রবীন্দ্রনাথ নাকি বাংলাভাষার শত্রু, তীব্র নিন্দার ঝড় উঠল বিশ্ব জুড়ে
৮ জানুয়ারি শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। জানা গিয়েছে, মেলা শুরুর আগে মুখ্যমন্ত্রীও সাগরে আসবেন প্রস্তুতির চূড়ান্ত রূপরেখা খতিয়ে দেখতে। বৈঠক শেষে পূলক রায় জানান, পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট—সবই যুদ্ধের তৎপরতায় প্রস্তুত করা হচ্ছে। গঙ্গাসাগরের তটে এখন শুধুই শেষ মুহূর্তের ব্যস্ততা। পুণ্য লাভের আশায় সাগরে ডুব দেওয়ার অপেক্ষায় দেশ-বিদেশের লক্ষ লক্ষ তীর্থযাত্রী।

