উৎসব সংখ্যার প্রকাশ

আজ রবিবার দেবীপক্ষের শুরুতেই বরাবরের মতো মহালয়ার দিন জাগোবাংলার উৎসব সংখ্যা(১৪২৯) প্রকাশিত হবে নজরুল মঞ্চে।

Must read

প্রতিবেদন : আজ রবিবার দেবীপক্ষের শুরুতেই বরাবরের মতো মহালয়ার দিন জাগোবাংলার উৎসব সংখ্যা(১৪২৯) প্রকাশিত হবে নজরুল মঞ্চে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শারদ সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাংসদ ও জাগোবাংলার সম্পাদক সুখেন্দুশেখর রায় সহ মন্ত্রী-বিধায়ক, দলের অন্যান্য নেতা-নেত্রীরা। রবিবার বিকেল সাড়ে ৩টেয় শুরু হবে অনুষ্ঠান।

আরও পড়ুন-নির্লজ্জ বিজেপির ফের শুরু শকুনের রাজনীতি

উদ্বোধনী সংগীতের পর অভিনেত্রী শুভশ্রী ও সায়ন্তিকা মঞ্চস্থ করবেন আলেখ্য মহিষাসুরমর্দিনী। এছাড়াও সংগীত পরিবেশন করবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়, অদিতি মুন্সি, মনোময় ভট্টাচার্য, সৌমিত্র রায়। আজ নজরুল মঞ্চে উপস্থিত থাকবেন লেখক-সাহিত্যিকরাও। দীর্ঘদিন ধরেই মহালয়ার দিন দলের মুখপাত্র জাগোবাংলার উৎসব সংখ্যা প্রকাশিত হয়ে আসছে। শনিবার নজরুল মঞ্চের অনুষ্ঠান সেরে কয়েকটি পুজো উদ্বোধনে নিজে যাবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ভার্চুয়ালি প্রায় ২০০টির মতো পুজো উদ্বোধন করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার সব ব্যবস্থাপনাও ইতিমধ্যেই সারা।

Latest article