প্রতিবেদন : বিশেষ নিবিড় সংশোধনীর পর খসড়া তালিকা (draft list) প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকায় আপাতত ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। পাশাপাশি ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনওভাবে সংযোগ মেলেনি এমন আন-ম্যাপড ভোটারের সংখ্যা প্রায় ৩০ লক্ষ বলে জানিয়েছে কমিশন। খসড়া তালিকায় কোনও কারণে কার নাম বাদ গিয়েছে, তার ব্যাখ্যাও নামের পাশে উল্লেখ করা হয়েছে। মৃত, অনুপস্থিত, ডুপ্লিকেট বা স্থানান্তরিত— এই কারণগুলির ভিত্তিতেই নাম বাদ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকায় (draft list) বাদ পড়া ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের মধ্যে নিখোঁজ বা অনুপস্থিত ভোটারের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮। মৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন। স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬। ভুয়ো বা ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮টি নাম। এই রাজ্যেই প্রথমবার বাদ-পড়া নামের তালিকার পাশাপাশি বাদ দেওয়ার কারণ প্রকাশ করা হল। কমিশনের তরফে জানানো হয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলে দুশ্চিন্তার কারণ নেই। কোনও অসঙ্গতি চোখে পড়লে সংশ্লিষ্ট বিএলও-র কাছে গিয়ে জানানো যাবে। কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও যদি কারও নামের পাশে ‘অনুপস্থিত’ লেখা থাকে, সে-বিষয়েও আপত্তি জানানো যাবে।
আবার পরিবারের কোনও সদস্য, প্রতিবেশী বা পরিচিত কেউ মারা যাওয়ার পরেও যদি তাঁর নাম তালিকায় থেকে যায়, সেই ক্ষেত্রেও অভিযোগ জানানো যাবে।
আরও পড়ুন- ১০০০ কোটি ডলারের মামলা দায়ের! বিবিসি-র ভুলে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের
খসড়া তালিকা সংক্রান্ত সব ধরনের দাবি ও আপত্তি জানানো যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। সেই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজন হলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হবে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি ও যাচাই প্রক্রিয়া। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা দেখা যাচ্ছে। voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখা যাবে। পাশাপাশি কমিশনের ইসিনেট অ্যাপেও খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, যা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…