ডিজিটাল অ্যারেস্টের মতো বিভিন্ন সাইবার প্রতারণার থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে রাজ্য সরকার সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছে। রাজ্য সরকার সচেতনতা গড়তে কার্টুন আকারে বই (Comics Book) এনেছে। যার নাম সাইবারের সম্মোহন। সাইবার ফাঁদ থেকে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে লিখিত ওই বইটির মঙ্গলবার আনুষ্ঠানিক প্রকাশ করেন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়।
তিনি জানিয়েছেন, এই বইয়ে কার্টুনের মাধ্যমে বাচ্চা থেকে বয়স্ক সকলকে সচেতন করা হবে। আপাতত বইয়ের আকারে করা হলেও এরপর সাইবার সচেতনতা বিষয়ক ডিজিটাল অ্যাপও চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। বিধানসভায় ওই বই প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, সম্প্রতি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের প্রায় ৩ হাজারের বেশি কর্মীকে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে সাইবার সুরক্ষা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ এবং সচেতনতার মাধ্যমেই সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে বেশি মাত্রায় বাঁচানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাবুল সুপ্রিয় বলেন, বর্তমানে প্রতারকরা খুব সহজ এবং সরল ভাষা ব্যবহার করেই প্রতারণার জাল ছড়ায়। আমজনতা সাতপাঁচ না ভেবে তাদের কথা মতো কাজ করে এবং প্রতারণার শিকার হয়। এই ধরনের বই এবং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়েই প্রতারণার ঘটনাগুলি কমাতে হবে। তিনি এও জানান, বেশকিছু ব্রাউজারের ওপর নজরদারি চালানো হচ্ছে।
আরও পড়ুন- ১৫৫ ঠিকাদার-১৯ ইঞ্জিনিয়রকে শোকজ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কড়া অবস্থান নবান্নর
সাইবার ক্রাইম নিয়ে এবার বিধায়কদের সচেতন করতে বিশেষ উদ্যোগ আইটি দফতরের। সাইবার ক্রাইম নিয়ে সচেতন হওয়ার জন্য প্রত্যেক বিধায়ককে দেওয়া হচ্ছে দুটি বই কমিক্সের (Comics Book) মাধ্যমে। এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে কীভাবে মানুষ সচেতন হবেন এবং বাঁচবেন সাইবার প্রতারণার হাত থেকে।
একইসঙ্গে প্রত্যেক বিধায়ককে চিঠিও দিয়েছেন আইটি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়। কেন এই বই তাদের দেওয়া হচ্ছে, কী উদ্দেশ্যে, দফতর সাইবার ক্রাইম নিয়ে কীভাবে কাজ করছে তার উল্লেখ করে।
দুটি বই রয়েছে প্রথম বইটিতে রয়েছে, ফেসবুকের ফাঁদে, ব্যাংক থেকে বলছি, ওটিপিতে অতি লোভ, বেচারা বেচারাম, কুরিয়ার কাহিনী, ক্রেডিট পয়েন্ট কেলেঙ্কারি, জুস জ্যাকিংয়ে জেরবার, বিলেতি বন্ধু? ছদ্দবেশী, মডেলিংয়ে মামদোবাজি, প্রজাপতি প্রতারণা, ফিসের ফোঁস ফোঁস।
দ্বিতীয় কমিক্সের বইটিতে রয়েছে, বিদ্যুৎ বিভ্রাট, ঋণ রহস্য, আসল নকল, বাড়ি বসে বড়লোক, চাকরিটা আমি পেয়ে গেছি, ফাঁকা টাকা, হাত বাড়ালেই বন্ধু? বসন্ত বিলাপ, ছুটিতে ছুটোছুটি, বিটকয়েনের বিড়ম্বনা, 5G’র ফাঁদে, মায়ের খেলা।