সংবাদদাতা, লাভপুর : সম্ভবত এই প্রথম রাজ্যের কোনও ব্লকে দুর্গাপুজো কার্নিভাল (Carnival) হতে চলেছে। শুক্রবার বিধায়ক অভিজিৎ সিংহ জানান, আর সেটা হবে লাভপুরে। জেলার সিউড়ি, রামপুরহাট ও বোলপুরে আগে কার্নিভাল হয়েছে। কিন্তু কোনও ব্লকে এই প্রথম দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছেন যে ইউনেস্কো থেকে বাংলার দুর্গাপুজোকে পুরস্কৃত করা হয়েছে। এই সম্মান আমরা মুখ্যমন্ত্রীর জন্যই পেয়েছি।
আরও পড়ুন-প্রতিপদে শুরু হল চারশো বছরের রাজরাজেশ্বরী দুর্গার আরাধনা
পাশাপাশি বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে কেন্দ্রের স্বীকৃতির পিছনেও আছে মুখ্যমন্ত্রীর বিরাট অবদান। বাংলার উন্নয়ন ও বাঙালির মাথা কীভাবে উঁচু থাকবে সেই লড়াই তাঁর কাছেই শিখতে হয়। বিধায়ক জানান, দীর্ঘদিন ধরেই লাভপুরের মানুষের দাবি ছিল যদি এখানে পুজো কার্নিভাল করা যায় তাহলে তাঁরা গর্বিত হবেন। তাঁদের দাবি বিধায়ক অভিজিৎ সিংহ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেন। রাজ্যের সবুজ সঙ্কেত আসায় শুক্রবার তিনি জাগোবাংলাকে জানান, এবার লাভপুর বিধানসভা পাচ্ছে পুজো কার্নিভাল। এই বিষয়ে শুক্রবারই লাভপুরের বিডিও শিশুতোষ পালের নেতৃত্বে বৈঠক হয় লাভপুর থানার ওসি এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে। ডাকা হয় লাভপুরের সমস্ত পুজো কমিটিকেও। প্রত্যেকেই কার্নিভালে অংশ নিতে আগ্রহী। সরকারের নিয়মাবলি তাদের হাতে তুলে দিয়ে প্রশাসনের পক্ষে নিশ্চিত করা হয়, কার্নিভালে অংশ নেওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…