দুই দিনাজপুরে পুজোর অনুদান বিলি শুরু

দুর্গাপুজোর অনুদান হিসাবে রাজ্যের ক্লাবগুলিকে দেওয়া হবে ৮৫ হাজার টাকা। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ ও বালুরঘাট: দুর্গাপুজোর অনুদান হিসাবে রাজ্যের ক্লাবগুলিকে দেওয়া হবে ৮৫ হাজার টাকা। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম মেনে আবেদনপত্র পূরণ করা ক্লাবগুলির হাতে ইতিমধ্যেই অনুদান দেওয়া শুরু হয়েছে রাজ্যের তরফে। উত্তরের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে অনুদান। অন্যান্য জেলাতেও চলছে অনুদান প্রদান। শনিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ক্লাবগুলির হাতে তুলে দেওয়া হল অনুদানের চেক।

আরও পড়ুন-কৃত্রিম অঙ্গ প্রদানে এল স্কচ পুরস্কার

উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘিতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজো কমিটিদের হাতে অনুদানের চেক তুলে দেন করণদিঘি বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, করণদিঘির আইসি সঞ্জয় ঘোষ এবং বিধায়ক গৌতম পাল। উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যরা। দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তা জানালেন করণদিঘির বিডিও-সহ আইসি ও বিধায়ক। সকলকে পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক গৌতম পাল। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বালুছায়া অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এই মিটিং। এদিনের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেড মুখ্য ইঞ্জিনিয়ার শুভদীপ বন্দ্যোপাধ্যায়, ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা।

Latest article