প্রতিবেদন : আজ, শনিবার থেকে পুজো উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ শহরের তিনটি বড় পুজোর উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। বিকেলে উত্তরের হাতিবাগান সর্বজনীন। তারপর টালা প্রত্যয় এবং শেষে মন্ত্রী সুজিত বসুর পুজো বলে খ্যাত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন রয়েছে। আগামী কাল, রবিবার মহালয়ার দিনও একগুচ্ছ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তার আগে নজরুল মঞ্চে দলীয় মুখপত্র জাগোবাংলার উৎসব সংখ্যা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি যেতে পারেন দক্ষিণের ৯৫ পল্লি, যোধপুর পার্ক, বাবুবাগান, সেলিমপুর পল্লির পুজো উদ্বোধনে। এখনও পর্যন্ত ঠিক আছে ৯৫ পল্লি থেকে ভার্চুয়ালি তিনি নাকতলা উদয়ন সংঘের পুজো উদ্বোধন করতে পারেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণীতে। প্রতি বছরই এই পুজোর উদ্বোধনের সঙ্গে মায়ের চোখ আঁকেন মুখ্যমন্ত্রী। এই চেতলার পুজো মণ্ডপ থেকেই ভার্চুয়ালি জেলার বেশ কিছু পুজো উদ্বোধনের কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন-বনেদি বাড়ির দুর্গাপুজো