১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: স্নেহাশিস চক্রবর্তী

বুধবার, সাংবাদিক বৈঠকে জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। পুজোর সময় কত সংখ্যক বাস অতিরিক্ত চালানো হবে তাও জানান তিনি।

Must read

আর একমাস। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত পরিবহন পরিষেবা। সেই কারণেই পুজোর পনেরো দিন আগে থেকেই মহানগরে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর,নাম পুজো শপিং স্পেশাল বাস (Pujo Shopping Special Bus)। বুধবার, সাংবাদিক বৈঠকে জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। পুজোর সময় কত সংখ্যক বাস অতিরিক্ত চালানো হবে তাও জানান তিনি।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে শিশুকে বিষ খাইয়ে আত্মঘাতী দম্পতি

শুধু শহর কলকাতা নয়, জেলা থেকে পুজোর কেনাকেটা করতে আসেন অনেকেই। সেকথা মাথায় রেখে এবার পুজো শপিং স্পেশাল বাস (Pujo Shopping Special Bus) চালাবে পরিবহন দফেতর। পরিবহন মন্ত্রী জানান, “শপিং স্পেশাল বাস আমরা চালাবো।” পুজোর পনেরো দিন আগে থেকে মূলত হাওড়া আর শিয়ালদহ থেকে এই বাস চলবে। ২৫টি করে বাস চালানো হবে। যদি চাহিদা ব্যাপক থাকে, তাহলে সেই পরিস্থিতি অনুসারে বাড়ানো হবে।

আরও পড়ুন-মুখ পুড়ল বিরোধীদের, আটকাচ্ছে না পুজো অনুদান

স্নেহাশিস বলেন, “পুজোর কয়েকটা দিন নাইট-সার্ভিস বাস চালু রাখছি। নাইট সার্ভিস বাস চালু করছি। আসলে অনেকেই পুজোর সময় সারারাত ঠাকুর দেখেন। তাঁদের আর হেঁটে হেঁটে হাওড়া-শিয়ালদহ যেতে ইচ্ছা করে না। এই নাইট সার্ভিস বাসগুলি হাওড়া-শিয়ালদহ-বারাসত মুখী হবে।”

সম্প্রতি হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে। এর জেরে শাটল বাস পরিষেবাগুলি মার খাচ্ছে। পরিবহন মন্ত্রী জানান, নয়া মেট্রো রুট চালুর পরে বিভিন্ন বাসের রুট বদলের কাজ চলছে। যাতে মেট্রোর পাশাপাশি বাস রুটগুলিও যাত্রীরা ব্যবহার করতে পারেন।

Latest article