মুম্বইয়ে ওপেন করার দৌড়ে পূজারাও

হতাশা ঝেড়ে ফেলে পরবর্তী লড়াইয়ের জন্য মানসিক প্রস্তুতি শুরু করে দিল ভারত। শুক্রবার থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ।

Must read

মুম্বই, ৩০ নভেম্বর : কানপুর টেস্টের হতাশা ঝেড়ে ফেলে পরবর্তী লড়াইয়ের জন্য মানসিক প্রস্তুতি শুরু করে দিল ভারত। শুক্রবার থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। অধিনায়ক বিরাট কোহলি মুম্বইয়ে দলে ফিরছেন। তাহলে প্রশ্ন হল, বসবেন কে?

আরও পড়ুন-ইউরিক অ্যাসিড বাড়লে

দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের ব্যাটে দীর্ঘদিন ধরে বড় রান নেই। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট আবার রাহানেদের পাশে দাঁড়াচ্ছে। যা পরিস্থিতি, তাতে মুম্বইয়ে পূজারা ও রাহানে দু’জনেই প্রথম দলে থাকছেন। বরং কোপ পড়তে চলেছে ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের ঘাড়ে। গ্রিন পার্কের দু’ইনিংসে মায়াঙ্কের অবদান ১৩ ও ১৭। তাই তাঁর বাদ পড়া অস্বাভিক নয়। যদিও প্রশ্ন হল, মায়াঙ্ককে বসালে শুভমান গিলের সঙ্গে কে ওপেন করবেন!

আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই

আর এখানেই ভেসে উঠছে দুটো নাম—পূজারা ও ঋদ্ধিমান সাহা। এঁদের মধ্যে ঋদ্ধি আইপিএল ও বাংলার হয়ে ওপেন করলেও, টেস্টে কোনও দিন ওপেনারের ভূমিকা পালন করেননি। বরং টেস্ট ওপেনার হিসেবে পূজারার রেকর্ড রীতিমতো আকর্ষণীয়। পরিসংখ্যান বলছে, ভারতের হয়ে ছ’টি ইনিংসে ওপেন করেছেন পূজারা। গড় ১১৬! ২০১৫ সালে শেষবার ওপেনার হিসেবে খেলেছিলেন তিনি। সেবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তাই দৌড়ে সামান্য হলেও এগিয়ে রয়েছেন পূজারা।

আরও পড়ুন-কিউয়ি ব্যাটিং নিয়ে প্রশ্ন সানির

পাশাপাশি আরও একটা সম্ভাবনা রয়েছে। ঋদ্ধির ঘাড়ের ব্যথা যদি না কমে, সেক্ষেত্রে মুম্বই টেস্টে অভিষেক ঘটতে পারে শ্রীকর ভরতের। কানপুরে ঋদ্ধিমানের পরিবর্তে দু’ইনিংসের অধিকাংশ সময়েই কিপিং করে নজর কেড়েছেন ভরত। তাঁর আবার প্রথম শ্রেণির ক্রিকেটে ওপেন করার অভিজ্ঞতা রয়েছে। ফলে শুভমানের সঙ্গে ভরতই ওপেন করবেন।

আরও পড়ুন-৭ নম্বর ব্যালন ডি’অর অবিশ্বাস্য লাগছে মেসির

মুম্বই টেস্টে ভারতীয় দলে আরও একটি পরিবর্তন আসতে চলেছে। ইশান্ত শর্মার বদলে টিমে ঢোকার জোরালো দাবিদার মহম্মদ সিরাজ। কানপুর টেস্টের আগে হাল্কা চোট পেয়েছিলেন সিরাজ। যদিও তিনি এখন সুস্থ।

Latest article