মুম্বই, ২৩ জুন : রোহিত শর্মা, বিরাট কোহলিকে রেখেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে টেস্ট দলে জায়গা হয়নি চেতেশ্বর পূজারা ও উমেশ যাদবের। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। অজিঙ্ক রাহানে টেস্ট দলের সহ-অধিনায়কের পদে ফিরেছেন। এছাড়া বাংলার মিডিয়াম পেসার মুকেশ কুমারকে টেস্ট ও একদিনের দলে রেখেছেন নির্বাচকরা।
আরও পড়ুন-স্টোকসদের কোচ হতে পারতেন পন্টিংও, ফিরিয়েছিলেন প্রস্তাব
টেস্ট ফাইনালের পর রোহিতকে বিশ্রাম দেওয়ার কথা শোনা গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে এদিনই ১৬ বছর পূর্ণ করা তাঁর হাতেই নির্বাচকরা টেস্ট ও একদিনের দলের দায়িত্ব দিয়েছেন। তাঁর মতোই টেস্ট ও একদিনের সিরিজে খেলবেন বিরাটও। টেস্টে সুযোগ পেয়েছেন তরুণ যশস্বী জয়সোয়াল এবং ঋতুরাজ গায়কোয়াড়। এই দুজন আইপিএলে ধারাবাহিকভাবে রান করে নির্বাচকদের নজরে ছিলেন।
আরও পড়ুন-সায়নী ঘোষকে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার বিজেপি প্রার্থী
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল পেসার উমেশের উপর। কিন্তু তিনি চূড়ান্ত ব্যর্থ হন। তাঁর ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছিল। তার উপর অশ্বিনকে বাসানো নিয়ে তৈরি হয়েছিল প্রবল বিতর্ক। অশ্বিনকে অবশ্য ক্যারিবিয়ান সফরে টেস্ট দলে রাখা হয়েছে। তাঁর মতোই টেস্ট দলে রয়েছেন মহম্মদ সিরাজ ও জয়দেব উনাদকট। ডাক পেয়েছেন নভদীপ সাইনিও। তবে টেস্টে সুযোগ হয়নি সূর্যকুমার যাদবের।
আরও পড়ুন-রিমঝিমের খাতা ছাপা হবে ফিজিক্স বইতে
কে এল রাহুল, শ্রেয়স আইয়ার ও জসপ্রীত বুমরার নাম চোটের জন্য এই সফরে আলোচিত হয়নি। সঞ্জু স্যামসনকে একদিনের দলে নেওয়া হয়েছে। হার্দিক পাণ্ডিয়া টেস্ট দলে সুযোগ পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। হার্দিক টেস্ট দলে ডাক পাননি। তবে তাঁকে একদিনের দলে রোহিতের ডেপুটি করা হয়েছে।
টেস্ট দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সোয়াল, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত, ইশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকট ও নভদীপ সাইনি।
আরও পড়ুন-সায়নী ঘোষকে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার বিজেপি প্রার্থী
একদিনের দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক, জয়দেব উনাদকট ও মুকেশ কুমার।