জোহানেসবার্গ, ৭ জানুয়ারি : হেরে গেলেও, জোহানেসবার্গে টেস্ট থেকে টিম ইন্ডিয়ার প্রাপ্তি চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের ফর্ম। এমনটাই মনে করছেন সুনীল গাভাসকর।
দীর্ঘদিন ধরে ফর্মে ছিলেন না পূজারা-রাহানে জুটি। ফলে টেস্ট দল থেকে তাঁদের বাদ দেওয়ার দাবিটা ক্রমশ জোরালো হচ্ছিল। এমনকী, জোহানেসবার্গের প্রথম ইনিংসেও দু’জনে হতাশ করেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে প্রবল চাপের মুখে দু’জনেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। পূজারা ৫৩ রান করে আউট হন। রাহানের অবদান ৫৮।
আরও পড়ুন-বাঙালির মিশন বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে শঙ্কায় রিচা
দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের লড়াকু ব্যাটিং মুগ্ধ করেছে গাভাসকরকে। তিনি মনে করেন, টিম ম্যানেজমেন্ট তাঁদের উপর যে ভরসা রেখেছিল, তার মান রেখেছেন পূজারা-রাহানে জুটি। এই প্রসঙ্গে গাভাসকরের বক্তব্য, ‘‘টিম ম্যানেজমেন্টের ভরসার দাম দিল পূজারা ও রাহানে। ওদের অভিজ্ঞতার উপরে দল আস্থা রেখেছিল। কারণ, অতীতে ওরা বহুবার কঠিন সময়ে পারফরম্যান্স করেছে।”
গাভাসকর আরও বলেন, ‘‘যেহেতু বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ বসে রয়েছে, তাই আমরা অনেক সময় সিনিয়র ক্রিকেটারদের উপর বাড়তি আক্রমণ করে বসি। তবে এই সিনিয়র ক্রিকেটাররা যতদিন না পর্যন্ত খুব খারাপ ভাবে আউট হচ্ছে, ততদিন ওদের সুযোগ পাওয়া উচিত বলেই আমি মনে করি।”
আরও পড়ুন-মুম্বইয়ে আইপিএল আয়োজনের ভাবনা
এদিকে, জোহানেসবার্গে বিরাট কোহলি খেলেননি। ভারতও হেরেছে। গাভাস্কার বলেছেন, “এই প্রথম বিরাটের অনুপস্থিততিতে ভারত কোনও টেস্ট ম্যাচ হারল। এর আগে সিডনিতে ড্র করেছিল। আমার ধারণা, ডিন এলগারের এক রানগুলো ভারতকে চাপে ফেলে দিয়েছে। ঠিকঠিক ফিল্ডিং সাজালে ওই রানগুলো আটকানো যেত।”