ফিরে এল পুলওয়ামা স্মৃতি শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গি হামলা, হত ৩

Must read

প্রতিবেদন : ফিরে এল পুলওয়ামার ভয়ঙ্কর জঙ্গি হামলার সেই স্মৃতি৷ ঠিক সেরকমই নিরাপত্তা বাহিনীর কনভয়ে জঙ্গি হামলায় রক্ত ঝরল কাশ্মীরে৷ সোমবার জম্মু–কাশ্মীরের শ্রীনগরে পুলিশ ক্যাম্পের কাছেই জওয়ানদের কনভয়ের একটি বাস লক্ষ্য করে স্বয়ংক্রিয় রাইফেল থেকে অবিরাম গুলিবর্ষণ করে জঙ্গিরা৷ সেই হামলায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : সুন্দরবন উন্নয়ন, কী পরিমাণ বরাদ্দ?

পুলিশ সূত্রের খবর, সন্ত্রাসবাদীরা পান্থ চক এলাকায় এই হামলা চালায়। পান্থ চক-খোনমোহ সড়কের উপর দিয়ে ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ বা আইআরপির নবম ব্যাটালিয়নে সদস্যদের নিয়ে একটি বাস যাচ্ছিল। আচমকাই জঙ্গিরা বাসের সামনে এসে নির্বিচারে গুলি চালাতে শুরু করেছিল। পুলিশ কর্মীরা আত্মরক্ষার সুযোগ পর্যন্ত পাননি। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার বেশ কয়েকটি ক্যাম্প রয়েছে বলে এলাকাটিকে অত্যন্ত সুরক্ষিত বলে মনে করা হত। সেখানেই এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। ন্যক্কারজনক হামলার পর ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে ফেলেছে বিশাল সেনাবাহিনী। শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে মৃতদের মধ্যে একজন এএসআই ও কনস্টেবল রয়েছেন।

Latest article