প্রতিবেদন: পুণের পোর্শে গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত কিশোর চালকের মা শিবানী আগরওয়ালকে শনিবার গ্রেফতার করল পুণের পুলিশ। গতমাসে পোর্শে গাড়িটি পিষে দিয়েছিল স্কুটার আরোহী দুই তরুণ-তরুণী ইঞ্জিনিয়ারকে। রাজস্থান থেকে কর্মসূত্রে তাঁরা পুণেতে এসেছিলেন। তাঁদের পরিবারের অভিযোগ, দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে দু’জনকে। শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, শিবানী আগরওয়ালের রক্ত তাঁর ছেলের রক্তের নমুনার বদলে ব্যবহার করে তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হাসপাতালের ২ চিকিৎসককে।
আরও পড়ুন-জাতীয় পতাকা উল্টে দিয়ে প্রতিবাদ ট্রাম্প সমর্থকদের
বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার পরে গ্রেফতার করা হয় ওই মহিলাকে। এবার মা এবং অভিযুক্ত ছেলেকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, দুর্ঘটনার তদন্ত শুরু হওয়ার পরে ২ চিকিৎসককে গ্রেফতারের সঙ্গে সঙ্গেই পুণে ছেড়ে চলে যান শিবানী আগরওয়াল। পুলিশ জানিয়েছে যে আগরওয়াল শুক্রবার রাতে মুম্বই থেকে পুণে ফিরে আসার পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গ্রেফতার করা হয় শনিবার। এদিকে অভিযুক্ত কিশোরকে নির্দোষ প্রমাণ করার জন্য ক্ষমতাসীন এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর এক বিধায়ক উঠেপড়ে লেগেছেন বলে অভিযোগ। সেই বিধায়ককে বাঁচাতে এবার আদাজল খেয়ে নেমেছেন অজিত পাওয়ার নিজে।