সংবাদদাতা, জঙ্গিপুর : কালো জাদু করে গ্রামের বাচ্চাদের অসুস্থ করে দিচ্ছে কয়েকটি পরিবার। তার জেরেই মারা গিয়েছে এক কিশোরী। এই অভিযোগে চার আদিবাসী পরিবার ও তাঁদের দুই নাবালিকাকে মলমূত্র খেতে বাধ্য করা হয়। সেই অপমানে আত্মহত্যা করলেন একজন। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার মথুরাপুর আদিবাসী পাড়ার ঘটনা। বুধবার সকাল থেকে অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। আজ দুপুরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ দু’জনকে গ্রেফতারও করেছে।
আরও পড়ুন-প্রস্তুতিসভাতেই বিজেপি ছেড়ে ২, পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর কর্মিসভা
জানা গিয়েছে, দিন কয়েক অসুস্থ থাকার পর মথুরাপুরের বছর ১৬-র রূপশ্রী সর্দার সোমবার মারা যায়। তার বাবা জনতা সর্দারের সন্দেহ ফটিক সর্দার, মানিক সর্দার, বুবড়ি সর্দার এবং ফেলানি সর্দাররা কালো জাদু অভ্যাস করছে। তারই জেরে রূপশ্রীর মৃত্যু। গুনিনকে ডাকা হয়। গুনিন এসেও নাকি কালো জাদুর কথা সমর্থন করে।
আরও পড়ুন-নারীবিদ্বেষী বিজেপি
এরপর আদিবাসী সমাজ বৈঠক ডেকে চার অভিযুক্ত এবং তাঁদের পরিবারের দুই নাবালিকাকে মানুষের মলমূত্র খেতে বাধ্য করে বলে অভিযোগ। এই অপমানেই আত্মঘাতী হন মানিক সর্দার। বৃহস্পতিবার সকালে ঘরে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়।
রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ বলেন, ‘‘একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা একেবারেই সমর্থন করে যায় না।”