অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ নিউ সাউথ ওয়েলসের উপপ্রধান জন বারিলারোর বিরুদ্ধে ইউটিউবের মাধ্যমে অপপ্রচার চালিয়ে তাঁর রাজনৈতিক জীবনে কালি ছিটিয়েছে গুগল। সে কারণে অস্ট্রেলিয়ার এক আদালত শাস্তি দিল গুগলকে। আদালতের নির্দেশ, গুগলকে ওই রাজনীতিবিদকে ৫ লক্ষ ১৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হবে। কারণ গুগলের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই জনকে সময়ের আগে তাঁর পেশা থেকে সরে দাঁড়াতে হয়েছে।
আরও পড়ুন-বিতর্কের কেন্দ্রে দেউলিয়া শিল্পপতি, অনিল আম্বানির ৮০০ কোটির খোঁজে নোটিশ
বিচারপতি ভিডিও দু’টি প্রসঙ্গে বলেছেন, যেভাবে ওই ভিডিওগুলিতে অস্ট্রেলীয় রাজনীতিককে আক্রমণ করা হয়েছে তা হিংসামূলক প্রচার বললেও কম বলা হয়। কোনও প্রমাণ ছাড়াই সম্মানহানি করার এবং অপপ্রচার চালানোর খেসারত গুগলকে দিতেই হবে। অস্ট্রেলীয় আদালত জানিয়েছে, জনকে আক্রমণ করে ইউটিউবে দু’টি ভিডিও শেয়ার করেছিলেন এক রাজনৈতিক ধারাভাষ্যকার। সেই ভিডিও দু’টি ইউটিউবে আট লক্ষবার দেখা হয়েছে।