পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বোমাতঙ্ক, তদন্ত শুরু

এরপরেই দ্রুত চণ্ডীগড় পুলিশের অপারেশন সেল, উদ্ধারকারী দল, দমকল বিভাগ এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছন।

Must read

বৃহস্পতিবার দুপুরে পঞ্জাব (Punjab) ও হরিয়ানা (Haryana) হাইকোর্টে বোমাতঙ্ক। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয় এবং আদালত চত্বর খালি করে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর,হাইকোর্ট ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়ার পর পুলিশে খবর দেয়। এরপরেই দ্রুত চণ্ডীগড় পুলিশের অপারেশন সেল, উদ্ধারকারী দল, দমকল বিভাগ এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছন। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে হাইকোর্টে বোমা হামলার হুমকি মেল এসেছে। সকল সদস্যদের সজাগ থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আদালত চত্বরে কোনও সন্দেহজনক বা অপ্রয়োজনীয় জিনিস পাওয়া গেলে অবিলম্বে চণ্ডীগড়ের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের অফিসে জানানোর কথাও বলা হয়েছে।

আরও পড়ুন-যোগীরাজ্যে বিবাহিত প্রেমিকার বাড়িতে রহস্যজনক মৃত্যু যুবকের

নোটিশে আরও বলা হয়েছে দুপুর ২:০০টোয় দুপুরের খাবারের পর আদালতের কার্যক্রম পুনরায় শুরু হবে। সূত্রের খবর, এদিন দুপুরে আম্বালা রেলওয়ে স্টেশনেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বুধবার বিকেলে গুরুগ্রাম মিনি সচিবালয় ইমেল মারফত একটি ভুয়ো বোমার হুমকি পেয়েছিল যার ফলে কর্তৃপক্ষকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জেলা প্রশাসকের কাছে ইমেলটি করা হয়েছিল। ডিসি অজয় ​​কুমার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ইমেলে প্রকাশিত বোমার কথা ভুয়ো ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। এটি একটি গুজব ছিল, তবে সকলেই এই বিষয়ে সতর্ক আছে।

 

Latest article