জয়পুর, ২৬ মে : মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে চলতি আইপিএলের প্রথম দল হিসাবে কোয়ালিফায়ারে খেলা পাকা করল পাঞ্জাব কিংস (punjab kings)। সোমবার জেতার পর, ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া পাঞ্জাবের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত। অন্যদিকে, ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া মুম্বইকে এলিমিনেটর খেলতে হবে। পাঞ্জাবের জয়ের নায়ক প্রিয়াংশ আর্য ও জস ইংলিশ। দু’জনের ঝোড়ো ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।
মুম্বইয়ের (punjab kings) হয়ে এই ম্যাচে একা লড়াই করলেন সূর্যকুমার যাদব। এদিনের হাফ সেঞ্চুরির পর চলতি আইপিএলে মোট ৬৪০ রান হয়ে গেল সূর্যর। তিনি ভেঙে দিলেন একটি আইপিএল মরশুমে মুম্বইয়ের হয়ে সবথেকে বেশি রান করার শচীন তেন্ডুলকরের রেকর্ড। ২০১০ সালে শচীন করেছিলেন মোট ৬১০ রান। প্রথম দুইয়ে থাকার জন্য ম্যাচটা জিততেই হত মুম্বইকে। প্রথমে ব্যাট করতে নেমে, শুরুটা বেশ ভালই করেছিল মুম্বই। রায়ান রিকেলটন ও রোহিত শর্মা দ্রুত রান তুলছিলেন। কিন্তু ২০ বলে ২৭ রান করে রিকেলটন আউট হতেই, দ্রুত আরও দু’টি উইকেট হারিয়ে বসেছিল মুম্বই। রোহিত ২১ বলে ২৪ করে প্যাভিলিয়নে ফেরেন। তিলক ভার্মার অবদান মাত্র ১ রান। তবে ওই পরিস্থিতিতেও চালিয়ে খেলে গিয়েছেন সূর্যকুমার। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন উইল জ্যাক। কিন্তু ৮ বলে ১৭ করে তিনিও আউট হয়ে যান। ফলে স্কোরবোর্ডে ১০৬ রান তুলতে না তুলতেই চার উইকেট খুইয়ে বসেছিল মুম্বই। পাঞ্জাবের বোলারদের আঁটসাঁট বোলিংয়ে রান তোলার গতিও কিছুটা কমে গিয়েছিল।
ওই পরিস্থিতিতে পাল্টা লড়াই শুরু করেন সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়া। পঞ্চম উইকেটে দু’জনে মিলে ২৩ বলে ৪৪ রান যোগ করার পর, মার্কো জেনসেনের শিকার হন হার্দিক। তিনি ১৫ বলে ২৬ রান করেন। এরপর ক্রিজে এসে ১২ বলে ২০ রান করেন নামন ধীর। সূর্য শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৭ রান করে ইনিংসের শেষ বলে আউট হন। পাঞ্জাবের অর্শদীপ সিং, জেনসেন ও বিজয়কুমার বৈশাক ২টি করে উইকেট দখল করেন।
রান তাড়া করতে নেমে, শুরুতেই প্রভসিমরন সিংয়ের (১৩) উইকেট হারিয়েছিল পাঞ্জাব। কিন্তু দ্বিতীয় উইকেটে মাত্র ৫৯ বলে ১০৯ রান যোগ করে মুম্বইয়ের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান প্রিয়াংশ ও ইংলিশ। ৩৫ বলে ঝোড়ো ৬২ রান করে প্রিয়াংশ যখন আউট হলেন, তখন জয় থেকে মাত্র ৪২ রান দূরে পাঞ্জাব। ইংলিশ আউট হন ৪২ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিস খেলে। বাকি কাজটা সারেন শ্রেয়স আইয়ার (১৬ বলে অপরাজিত ২৬ রান) ও নেহাল ওয়াধেরা (২ বলে অপরাজিত ২)।
আরও পড়ুন-ডুরান্ড কাপে যুব দল খেলাবে মোহনবাগান
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…