মোহালিতে নাইটরা, চাপ বাড়ছে কিংসের

Must read

প্রতিবেদন : মোহালিতে শনিবার বিকেলে তাদের প্রথম ম্যাচ। সাড়ে তিনটেয় পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Punjab Kings vs KKR)। যে ম্যাচের জন্য বুধবার চণ্ডীগড় গেলেন নীতীশ রানারা।
নাইটরা তাদের শিবিরের ফুরফুরে মেজাজের ছবি পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে বিমানে টিম সাউদি, রিঙ্কু সিংরা হাসিমুখে বসে আছেন। এবারের আইপিএলে এটাই তাঁদের প্রথম সফর। চণ্ডীগড় পৌঁছনোর পর তাদের যে ছবি সামনে এসেছে, তাতে দুই কিউয়ি সিমার সাউদি ও লকি ফার্গুসনকে পাশাপাশি দেখা যাচ্ছে।
এদিকে, কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে চোট-আঘাত নিয়ে সমস্যায় পড়েছে পাঞ্জাব কিংস। জনি বেয়ারস্টোকে যে পাওয়া যাবে না, সেটা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। পরে ছিটকে গিয়েছেন লিয়াম লিভিংস্টোনও। দু’জনের কেউই ইসিবির ক্লিয়ারেন্স পাননি।
এ ছাড়া প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস (Punjab Kings vs KKR) পাবে না ফাস্ট বোলার কাগিসো রাবাডাকেও। তিনি ব্যস্ত দক্ষিণ আফ্রিকার হয়ে খেলায়। ৩১ মার্চ দক্ষিণ আফ্রিকার একদিনের শেষ ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের সঙ্গে। সেই ম্যাচ খেলে রাবাডা তাঁর আইপিএল দলে যোগ দেবেন।
শ্রেয়স আইয়ার না থাকায় কেকেআর অধিনায়ক করেছে নীতীশ রানাকে। তিনি অধিনায়ক হিসাবে তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে বলেছেন, গৌতম গম্ভীর থেকে শুরু করে দীনেশ কার্তিক, অনেক অধিনায়কের তত্ত্বাবধানে খেলেছেন তিনি। শিখেছেন অনেক। এখন নাইট সমর্থকদের তাঁর উপর ধৈর্য্য রাখতে হবে। যাতে তারা নতুন অধিনায়কের স্টাইলও দেখতে পারেন।
বৃহস্পতিবার সকালে জিম সেশন। বিকেলে মোহালি মাঠে প্র্যাকটিস। শনিবার বিকেলের ম্যাচ বলে কেকেআর বিকেলেই প্র্যাকটিস করবে।

আরও পড়ুন- আশ্চর্যের হার স্পেন-জার্মানির

Latest article