পুলিশের উপর গুলি চালিয়ে চম্পট পাঞ্জাবের বিধায়কের

সোশ্যাল মিডিয়ায় হরমিত অভিযোগে দিল্লি আপ নেতৃত্বকে দায়ী করেছেন। পাশাপাশি তিনি এও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন।

Must read

প্রতিবেদন : ঠিক যেন সিনেমার দৃশ্য। একেবারে ফিল্মি কায়দায় পুলিশ অফিসারদের লক্ষ্য করে গুলি চালিয়ে, এক পুলিশকর্মীকে গাড়ির ধাক্কা মেরে পুলিশ হেফাজত থেকে পালালেন পাঞ্জাবের বিধায়ক হরমিত সিং পাঠানমাজরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পাতিয়ালার সানৌরে। পলাতক আপ বিধায়ক হরমিতকে ধর্ষণ, প্রতারণা ও ভয় দেখানোর অভিযোগে কর্ণাল থেকে গ্রেফতার করেছিল পুলিশ। থানায় নিয়ে যাওয়ার পথে আচমকাই ধৃত সানৌরে বিধায়ক হরমিত ও তাঁর শাগরেদরা পুলিশের উপর চড়াও হয়। গুলি চালিয়ে স্করপিও ও ফরচুনা গাড়িতে চেপে পালিয়ে যান। স্মরণকালে পাঞ্জাবে এমন ঘটনা সম্ভবত এই প্রথম।

আরও পড়ুন-দলিত মহিলার মুখে কালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল ওড়িশার গ্রামে

পরে পুলিশ তাড়া করে ফরচুনার গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিন্তু আপ বিধায়ক হরমিতের মেলেনি কোনও খোঁজ। সনৌরের আপ বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণার এবং ভয় দেখানোর অভিযোগ করেন এক মহিলা। জিরাকপুরের বাসিন্দা ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, হরমিত সিং মিথ্যে কথা বলে তার সঙ্গে সম্পর্ক তৈরি করে। বিধায়কের যে বিবাহ বিচ্ছেদ হয়নি, তা তিনি ওই মহিলাকে জানাননি বলে অভিযোগ। শুধু তাই নয়, আপ বিধায়ক হরমিত সিং পাঠানমাজরার বিরুদ্ধে যৌন অত্যাচার, হুমকি ও অশালীন মেসেজ পাঠিয়েছেন বলেও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।
মহিলার বক্তব্য, ২০১১ সালে আপ বিধায়কের সঙ্গে লুধিয়ানার একটি গুরুদ্বারে তাঁর বিয়ে হয়। কিন্তু নির্বাচনে প্রার্থীর হলফনামায় প্রথম স্ত্রীর নাম দেন হরমিত। পরে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের প্রতিশ্রুতি দেন অভিযোগকারী মহিলাকে। কিন্তু সেকথা রাখেননি হরমিত।
এদিকে মামলা আদালতে গড়ালে বিধায়ক হরমিত দাবি করেন, সবটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সোশ্যাল মিডিয়ায় হরমিত অভিযোগে দিল্লি আপ নেতৃত্বকে দায়ী করেছেন। পাশাপাশি তিনি এও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন।

Latest article