চেন্নাই, ২৯ এপ্রিল : বুধবার ঘরের মাঠ চিপকে পাঞ্জাব কিংসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। আইপিএলের প্লে-অফে ওঠার স্বপ্ন কার্যত শেষ চেন্নাইয়ের। ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। অধিনায়ক এমএস ধোনি তো বলেই ফেলেছেন, ‘‘আইপিএলের মতো টুর্নামেন্টে একটা বা দুটো সমস্যা হলে সামলে নেওয়া যায়। কিন্তু বেশিরভাগ ক্রিকেটারই যদি একসঙ্গে ব্যর্থ হয়, তখন বড় সমস্যা তৈরি হয়।’’
আরও পড়ুন-জগন্নাথদেবের কাঠের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা কাল
সিএসকের দীর্ঘদিনের কোচ স্টিফেন ফ্লেমিং আবার চলতি মরশুমের ব্যর্থতার জন্য সরাসরি দায়ী করেছেন মেগা নিলামের ভুল পরিকল্পনাকে। ফ্লেমিংয়ের দাবি, ‘‘এবার দলে অনেক নতুন ক্রিকেটার এসেছে। নিলামে অন্য দলগুলো নিজেদের পরিকল্পনা অনুযায়ী দল গড়লেও, আমরা সেটা পারিনি। তাই এই ব্যর্থতায় দায় আমাদেরই নিতে হবে। নিলামে আমরা আরও ভাল ক্রিকেটার নিতে পারতাম। ব্যর্থ হওয়ার অন্যতম কারণ অবশ্যই এটা।’’ নিজেদের সম্মানরক্ষার জন্য বুধবারের ম্যাচটা যে কোনও মূল্যে জিততে চাইছে চেন্নাই। আর এই ম্যাচে দলে যে বেশকিছু পরিবর্তন হতে পারে, তার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছন ধোনি। অন্যদিকে, ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে পাঞ্জাব। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়াতে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছিল শ্রেয়স আইয়ারদের। তাই চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া শ্রেয়সরা। যাতে প্লে-অফের দৌড়ে টিকে থাকা যায়। পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং আগের ম্যাচেই ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এছাড়া শ্রেয়স, জস ইংলিশ, মার্কাস স্টয়নিসরা রয়েছেন। বোলিংয়ে পাঞ্জাবের বড় ভরসা দুই বাঁ হাতি পেসার অর্শদীপ সিং ও মার্কো জেনসন এবং লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…