মুখ্যমন্ত্রী মানের উপস্থিতিতেই অগ্নিগর্ভ পাঞ্জাব বিশ্ববিদ্যালয়

মুখ্যমন্ত্রী ভাগবান্ত মানের উপস্থিতিতেই বুধবার অগ্নিগর্ভ হয়ে উঠল পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চত্বর। শিক্ষক এবং পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল পরিবেশ।

Must read

প্রতিবেদন: মুখ্যমন্ত্রী ভাগবান্ত মানের উপস্থিতিতেই বুধবার অগ্নিগর্ভ হয়ে উঠল পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চত্বর। শিক্ষক এবং পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল পরিবেশ। উত্তেজিত পড়ুয়াদের ছত্রভঙ্গ করতে বেপরোয়া লাঠি চালাল পুলিশ। জখম হন অন্তত ১০ জন। সেনেট নির্বাচন করতে অযথা বিলম্ব কেন- এই প্রশ্ন তুলেই এদিন বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। তাঁদের সমর্থনে এগিয়ে আসেন শিক্ষকরাও। এর কিছুক্ষণ আগেই একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন মুখ্যমন্ত্রী মান।

আরও পড়ুন-ভোট প্রচারে শরদের ছবি নয় অজিতকে সুপ্রিম হুঁশিয়ারি

‘পাঞ্জাব ভিশন ২০৪৭’ নামে একটি কনক্লেভের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী ছিলেন প্রধান বক্তা। তাঁর ভাষণ শুরু হওয়ার সঙ্গেসঙ্গেই বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হন পড়ুয়ারা। ‘পাঞ্জাব ইউনিভার্সিটি বাঁচাও মোর্চা’র ব্যানার নিয়ে বিশাল মিছিল বের করেন তাঁরা। স্লোগান দিতে দিতে এগতে থাকেন ল অডিটরিয়ামের দিকে। সেখানেই তখন বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী মান। সেখানেই ঢুকতে চেষ্টা করেন মিছিলকারীরা। কোনও ব্যারিকেড না থাকায় অনায়াসেই এগিয়ে যায় বিক্ষোভ-মিছিল। পুলিশের পদস্থ কর্তাদের নিষেধে আদৌ কান দেননি পড়ুয়ারা। অগত্যা লাঠি চালায় পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা। এরপরে পড়ুয়াদের বিক্ষোভে যোগ দেন ভারতীয় কিসান ইউনিয়নের(ক্রান্তিকারি) সমর্থকরা।

Latest article