পুতুল নাচে সচেতনতা

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এনসিসি বিভাগের প্রধান দেবজয় ভট্টাচার্য বলেন, বর্তমানে বায়ু দূষণের জেরে জীববৈচিত্র ও বাস্তুতন্ত্রে প্রভাব পরছে।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : নিত্যদিন শহুরে এলাকায় ক্রমাগত কলকারখানা ও যানবাহনের সংখ্যা বাড়ছে। এর ফলে দূষিত ধোঁয়ায় ঢাকছে আকাশ। দূষণ রুখতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে জেলায় জেলায় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বায়ুদূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে।

আরও পড়ুন-বাংলা শস্যবিমার ট্যাবলো

সংশ্লিষ্ট দফতরের উদ্যোগে সোমবার রায়গঞ্জ পুরসভার আবেদনে সাড়া দিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এনসিসি বিভাগের পরিচালনায় অনুষ্ঠিত হল সচেতনতামূলক কর্মশালা। যেখানে মুখোশ ও পুতুল নাচের মাধ্যমে পড়ুয়াদের সচেতন করা হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এনসিসি বিভাগের প্রধান দেবজয় ভট্টাচার্য বলেন, বর্তমানে বায়ু দূষণের জেরে জীববৈচিত্র ও বাস্তুতন্ত্রে প্রভাব পরছে। এমনটা চলতে থাকলে প্রকৃতির নির্দিষ্ট ক্রিয়াকলাপ বিঘ্নিত। তাই বৃক্ষ রোপণ, ধোঁয়াহীন চুলা ব্যবহার, বদ্ধ জায়গায় বা শিশুদের সামনে ধুমপান না করা, স্বল্প দূরত্বে গাড়ির পরিবর্তে সাইকেল ব্যবহার এসব একাধিক বিষয়ে সকলকে সচেতন করা হয়েছে। এই ধরনের শিবির আগামীতেও চলবে।

Latest article