১ ফেব্রুয়ারি থেকে খুলছে পুরীর মন্দির। করোনা টিকার সার্টিফিকেট থাকলেই মন্দিরে প্রবেশাধিকার, কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়েও প্রবেশ করা যাবে মন্দিরে। আপাতত রবিবার বন্ধ থাকবে পুরীর মন্দির (Puri Jagannath Temple)।
করোনার দাপট একটু কমতেই ৩ মাস পর গত বছর ১২ অগাস্ট প্রথম মন্দির খোলে। ১২ থেকে ১৬ অগাস্ট শুধুমাত্র সেবক ও তাদের পরিবারই দর্শনের সুযোগ পান। দ্বিতীয় দফায় ১৬ থেকে ২০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। ২১ ও ২২ অগাস্ট শনি ও রবিবার বন্ধ থাকার পর ২৩ অগাস্ট থেকে সারাদেশের মানুষের জন্যই জগন্নাথ মন্দিরের দরজা খুলে যায়। তারপরই জগন্নাথ ধামে পর্যটকরা ভিড় জমাতে থাকেন।
আরও পড়ুন – বাগানে বসন্ত, শ্রমিকদের মুখে হাসি
২০২২ এর শুরুতেই ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়ে করোনার তৃতীয় ঢেউ। জানুয়ারি মাসেই পুরী মন্দিরের (Puri Jagannath Temple) কয়েকজন সেবায়েতের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওড়িশাতেও বাড়তে থাকে সংক্রমণ। তারপরই ১০ ই জানুয়ারি থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় পুরীর জগন্নাথ মন্দির। পুরীর কালেক্টর সমার্থ বার্মা এই খবর জানান। মন্দিরের তরফে জানানো হয়েছিল, করোনা সংক্রমণ প্রতিহত করতেই মন্দিরের দরজা সাময়িক বন্ধ রাখা হচ্ছে। মন্দিরের সেবকদের জন্য অ্যাম্বুল্যান্স, র্য়াপিড রেসপন্স টিম, কোভিড কেয়ার সেন্টার এবং মেডিক্যাল চেক-আপের ব্যবস্থা করা হচ্ছে।