সংবাদদাতা, হুগলি: কেটে গিয়েছে প্রায় ১২ দিন। তারপরেও এখনও বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের ফেরার ব্যাপারে কোন ইতিবাচক ইঙ্গিত দেখাতে পারেনি কেন্দ্র। এদিকে পূর্ণমের (Purnam Kumar Shaw) অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ স্বামীর কর্মস্থল পাঠানকোটে খোঁজ খবর নিতে যান তিনি। কিন্তু তাতেও সমস্যার কোন সমাধান হয়নি। তাকে কেউ সদর্থক ইঙ্গিত দেখাতে পারেনি। পূর্ণমের স্ত্রী জানিয়েছেন, ১২ দিন কেটে গেলেও তাঁদের কাছে কোনও খবর আসেনি। তবে এর মধ্যে আরেকটা আশার আলো দেখতে পাচ্ছেন রজনী। কারণ সীমান্ত পেরিয়ে এপারে বিএসএফের হাতে গ্রেফতার হয়েছে এক পাক সেনা। সূত্রের খবর, পাক সেনাকে ছাড়াতে শনিবারই ফ্ল্যাগ মিটিংয়ে বসেছিল দুই দেশের সেনা। সেখানে পাকিস্তানের তরফে ওই জওয়ানের মুক্তির দাবি করা হয়। এরপরেই মনে করা হচ্ছে একের বদলে এক – ফর্মুলায় এবার পূর্ণমকে (Purnam Kumar Shaw) ছেড়ে দিতে পারে পাকিস্তান।
আরও পড়ুন-ফের দিলীপের বিস্ফোরণ, টলমল বিজেপি