ঘরে ফিরলেন পূর্ণম সাউ

Must read

প্রতিবেদন : অবশেষে ঘরে ফিরল ঘরের ছেলে। পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়ার পাক্কা একমাস পর শুক্রবার বিকেলে দিল্লি থেকে পূর্বা এক্সপ্রেসে হাওড়া পৌঁছলেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kumar Shaw)। ২২ দিন পাকিস্তানে বন্দি থাকার পর ভারতের প্রবল কূটনৈতিক চাপে পূর্ণমকে ফেরাতে বাধ্য হয় পাকসেনা। ১৪ মে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ভারতের মাটিতে পা রাখেন পূর্ণম। ৯ দিন ধরে স্বাস্থ্যপরীক্ষা ও জিজ্ঞাসাবাদের পর অবশেষে রিষড়ার পথে বাংলার বীর সন্তান। ঘরের ছেলের ফেরার খবরে সীমাহীন খুশির হাওয়া গোটা হুগলিতে। উৎসবের মেজাজ রিষড়ার সাউ (Purnam Kumar Shaw) বাড়িতে। জাতীয় পতাকার আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা বাড়ি। সাজ-সাজ রব চারদিকে। আয়োজন করা হয়েছে এলাহি খাওয়াদাওয়ার। দীর্ঘদিনের দুশ্চিন্তা কাটিয়ে স্বামীর জন্য নিজে হাতে রান্না করেছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। রিষড়ায় পৌঁছনোর পর বিজয়মিছিল করে পূর্ণমকে স্বাগত জানাবেন স্থানীয়রা।
এদিন বিকেলে হাওড়া স্টেশনে ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গেই বীর জওয়ানকে অভ্যর্থনা জানাতে জনস্রোত উপচে পড়ে। মালা পরিয়ে, জাতীয় পতাকা গায়ে জড়িয়ে পূর্ণমকে নামানো হয় ট্রেন থেকে। রিষড়ার বাড়ি থেকে পূর্ণম সাউয়ের বৃদ্ধ বাবাকে সঙ্গে নিয়ে তাঁকে ঘরে ফিরিয়ে আনতে গিয়েছেন স্থানীয় তৃণমূল পুরপ্রধান-সহ অন্যরা। যদিও পূর্ণমের এই বাড়িফেরা নিয়ে শেষমুহূর্ত পর্যন্ত সেনাবাহিনীর তরফে পরিবারের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ স্ত্রী রজনীর। তিনি জানিয়েছেন, কখন ফিরবেন বা কীভাবে ফিরবেন সেসব নিয়ে বিএসএফ কিংবা সেনার তরফে কিছুই জানানো হয়নি। সংবাদমাধ্যম থেকেই আমরা জানতে পেরেছি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বার্তা : সর্বদলীয় প্রতিনিধি দল দেশে ফেরার পর সংসদের বিশেষ অধিবেশন ডাকুন

Latest article