রাজনীতি

‘অচ্ছে দিন’ কোথায়? সবই তো জুমলা

প্রতিবেদন : সুদিন আসছে’৷ এই আশ্বাস দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে মোদি-জমানার শুরু৷ সাত বছর অতিক্রান্ত৷ সুদিনের ‘সু’ও ভারতবাসী দেখতে পায়নি৷ ক্রমে ক্রমে দুর্দিনের করাল ছায়ায় ঢেকে যাচ্ছে আমার দেশ৷ এটাই আমরা দেখছি৷ এ-এক ভয়ঙ্কর সময়৷ মোদি-জমানায় আরএসএস–বিজেপির বন্ধ খামের ভেতর থেকে বেরিয়ে পড়ছে তাদের একের পর এক গোপন অ্যাজেন্ডা৷ বেরিয়ে পড়ছে তাদের ভয়-পাইয়ে-দেওয়া মতাদর্শ৷ আসলে যা ভারত নামের দেশটাকে পর্যুদস্ত করার মতাদর্শ৷ যা দেখেশুনে আমাদের অন্তরাত্মা বারবার কেঁপে-কেঁপে উঠছে৷
সুদিন আসেনি৷ ২০১৪ থেকে এ-পর্যন্ত দেশকে পিছনে ঠেলার এক অপচেষ্টা চলছে৷ যার ফলশ্রুতি, আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে পশ্চাদ্গামী ও নীচ, অশিষ্ট, অমার্জিত ও অশ্লীলতায় ভরিয়ে তুলেছে৷ এই অশ্লীল রীতিনীতির দৌলতে রাজনীতি, জননীতি থেকে বিচ্ছিন্ন হয়ে ‘গিমিক’সর্বস্বতায় পরিণত হয়েছে৷ প্রতিশ্রুতির অপর নাম হয়েছে ‘জুমলা’ (কথার কথা)৷

আরও পড়ুন : লখিমপুরকাণ্ডে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের, স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ যোগী সরকারকে

কথার কথায় কী আর সুদিন আসে? এই জুমলাপ্রিয় মোদি-জমানাতে তাই ওদের রাজনীতিও হয়ে পড়েছে জুমলাশ্রয়ী৷ নোটবন্দি, জিএসটি, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা, সুদিন আসছে, দেশপ্রেম, জাতীয়তা, নতুন ভারত, আত্মনির্ভর ভারত, শক্তিশালী ভারত, উন্নত গণতন্ত্র ইত্যাদি নিয়ে মোদি যা বলেছেন— সে-সবই কথার কথা৷ তাই সুদিন আসেনি৷ সুদিন মানে তো সুশাসন৷ সুদিন মানে আম-পাবলিকের জীবন–জীবিকার সুরক্ষা৷ খাদ্য, বস্ত্র, বাসস্থান, সুশিক্ষা ও সুস্বাস্থ্যের ব্যবস্থার মাধ্যমেই তো সুদিন আসে৷ সাত বছরের বিজেপি শাসনে সর্ববিষয়েই দেশ পিছিয়ে পড়েছে৷

শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ও বিরোধী শক্তি আজ চরম হুমকির মুখে বিপর্যস্ত৷ গণতন্ত্র ভূ-লুণ্ঠিত৷ বহুত্ববাদী ভারতে আজ একাধিপত্যের অসহ্য দাপট৷ সাত বছরে সংবিধান দ্বারা গঠিত সংস্থাগুলির স্বাধিকার, স্বাধীনতা ও একাত্মতা মারাত্মকভাবে অবক্ষয়ের শিকার৷ বিচারব্যবস্থা পর্যন্ত এর হাত থেকে বাঁচেনি৷ নির্বাচন কমিশন, সিবিআই ও ইডি-আদি তদন্তকারী সংস্থা থেকে শুরু করে শিক্ষা পরিচালনকারী সংস্থাগুলি পর্যন্ত শাসকদের দখলে৷ ‘সংগরিষ্ঠের শাসন’–এর নামে সংখ্যালঘুর গণতান্ত্রিক অধিকারকে সর্বক্ষেত্রে গলা টিপে মারার ঘটনা ঘটছে প্রতিদিন, প্রতি মুহূর্তে৷ বহুত্ববাদী গণতন্ত্রের জায়গায় এ–কী এক রাজতন্ত্রের পুনরুত্থানের দিকে যাচ্ছি আমরা?

আরও পড়ুন : মন্দিরে পুজো দিয়ে খড়দহ উপনির্বাচনে মনোয়ন পত্র পেশ করলেন শোভনদেব

‘মেইনস্ট্রিম মিডিয়া’ বা মূলধারার সংবাদমাধ্যম অপছন্দের জায়গা অতিক্রম করে এক বিপজ্জনক দিকে মোড় নিয়েছে৷ কেন্দ্রীয় শাসক দলের সঙ্গে তাদের সখ্য ও অংশীদারিত্ব এমন জায়গায় পৌঁছেছে যে সরকারকে প্রশ্ন করতেও তাদের ঘোরতর আপত্তি৷ দেশের সামাজিক বুনন (সোশ্যাল ফেব্রিক) প্রচণ্ড টানাটানিতে চরমভাবে ক্ষতিগ্রস্ত৷ ভারতীয় জনতা পার্টি একনাগাড়ে তথাকথিত এক ‘হিন্দু রাষ্ট্র’–এর দিকে ঠেলছে দেশকে৷ তাদের সাংস্কৃতিক প্রহরীরা স্বতঃপ্রণোদিত হয়ে অন্য মত, অন্য জীবনাচরণকে নিয়ন্ত্রিত করছে রাষ্ট্রীয় মদতে৷ মানুষের খাওয়া, পরা, ধর্মাচরণ— সবকিছুর ঠিকা তাদের হাতে৷ সাম্য, স্বাধীনতা, সামাজিক ন্যায়, সবকিছুই চরম আগ্রাসনের মুখে বিপর্যস্ত ও বিধ্বস্ত৷
সঙ্কটাপন্ন দেশের অর্থনীতি৷ ক্রমশই তা কর্পোরেট-নির্ভর এক বিকৃত অর্থনীতির দিকে এগিয়ে চলেছে৷ যার ফলে লাভবান হচ্ছে দেশের হাতে-গোনা কর্পোরেট গোষ্ঠীগুলি৷ মানুষের হাতে নগদ অর্থ জোগানের বিশেষজ্ঞ পরামর্শদাতাদের কথা শোনা হচ্ছে না৷ ফলে দারিদ্র, বেকারি, বি–শিল্পায়ন, রাষ্ট্রীয় সম্পদ জলের দরে বেচে দেওয়ার যে–সব চিত্র আমরা দেখছি তা দেশের অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে৷ নীতি–আয়োগ আসলে হয়ে উঠেছে মোদি–আয়োগ৷ তিনিই সব৷ তাঁর কথাই শেষ কথা৷ কথায় বলে দেশ চালানো সোজা কথা নয়৷ তার জন্য বিদ্যে লাগে৷ সেই বিদ্যার বড়ই অভাব৷ কিন্তু ঔদ্ধত্যের তিল-পরিমাণ ঘাটতি নেই৷ মোদি-জমানার প্রথম পর্যায়ে যে অনেক আপত্তিকর ঘটনা ঘটেছে তাতে সন্দেহ নেই৷ কিন্তু দ্বিতীয় দফায় ক্ষমতাসীন হওয়ার পর যা-যা ঘটছে তা দেশের পক্ষে শুধু আপত্তিকর নয়, সেগুলি দেশের মধ্যে অন্তর্ঘাতের সমান৷ এ-ভাবে চললে সর্বনাশ হবে দেশের ও দেশবাসীর৷

আজ প্রয়োজন দেশব্যাপী আমাদের যৌথ চিন্তা–চেতনার মধ্যে সাত বছরের এই ভয়ঙ্কর স্মৃতিগুলিকে ধরে রাখা৷ পর্যালোচনা করে দেখা, এই সময়কালে দেশ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে এবং তার জন্য কোন ব্যক্তিরা দায়ী৷ আজ আমাদের দেশের অর্থনীতির পেট–কেটে নাড়িভুঁড়ি বের করে নেওয়া হচ্ছে৷ কৃষি আইন ও শ্রম কোডগুলি শ্রমজীবী মানুষের জীবনও জীবিকার ওপর মারণ-আঘাত নামিয়ে আনবে৷ আমাদের সমাজ-বুনটকে ছিঁড়ে ফেলার সর্বনেশে অপচেষ্টা চলছে দিন–রাত সমানভাবে৷ সাংবিধানিক মূল্যবোধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করে ফেলা হচ্ছে৷ সীমান্তরক্ষার গাফিলতি ও ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে৷ গরিবি–রেখার ওপরে উঠে-আসা লক্ষ লক্ষ মানুষকে পুনরায় চরম দারিদ্রের অন্ধকারে ছুঁড়ে ফেলা হচ্ছে৷ মিথ্যা-ঘৃণা-হত্যার এক আবহ তৈরি হয়েছে৷ এ-সবই মোদি–জমানার দুর্দিন–নামা৷ যখন প্রতিদিন বেড়ে চলেছে আমাদের বিড়ম্বনা, আমাদের ক্লেদাক্ত হওয়া এবং আমাদের ক্লেশ৷ বশ্যতা স্বীকারে বাধ্য করা হচ্ছে প্রতিবাদী মানসিকতাকে৷
একদিকে অক্সিজেনের অভাবে ছটফট করেছে মানুষ, অন্যদিকে চলেছে রাজকীয় সেন্ট্রাল ভিস্টার সৌধ–সড়ক নির্মাণের রাজকীয় উদ্যোগ৷ করোনা-আক্রান্ত মানুষের লাশে ভেসেছে গঙ্গা–ভাগীরথী৷ ঘটেছে আরও অনেক কিছু৷ স্মৃতিপটে ধরে রাখতে হবে সব কিছুই৷

আরও পড়ুন : ১০২ বছরের রহস্য, মাঝ সমুদ্রে উধাও অভিনেত্রী

তারপর যখনই যুক্তি ও ন্যায্যতা ফিরে আসবে, তখনই এই ব্যক্তিদের জনতার দরবারে উঠতে হবে বিচারের কাঠগড়ায়৷ যারা আমাদের দেশের গর্বকে ধুলোয় নামিয়েছে, যারা বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী, যাদের বর্বর-সুলভ আক্রমণের চিহ্ন বয়ে বেড়াচ্ছে অগণিত মানুষ, যাদের বিশ্বাস করে ঠকেছে মানুষ— তাদের নাম ও তাদের কাজ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে যাবে ইতিহাসের পাতায় কালো অক্ষরে৷ সেই সময় আসছে৷ সেই সময় আসবে৷ সেদিন আসবে সুদিন৷ জুমলায় নয়৷ বাস্তবে।

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

18 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago