রুখা জেলার তকমা মুছতে বৃষ্টির জল ধরে রাখায় জোর পুরুলিয়া প্রশাসনের

পাশাপাশি পুরুলিয়ায় ভূগর্ভস্থ জলস্তর যথাযথ রাখতে এবং বৃষ্টির জল ধরে রাখার জন্য জেলাজুড়ে একগুচ্ছ প্রকল্প নিল জেলা পরিষদ।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : পানীয় জলের সঙ্কট মোচনে রুখা পুরুলিয়ায় চলছে জলস্বপ্ন প্রকল্পের কাজ। পাশাপাশি পুরুলিয়ায় ভূগর্ভস্থ জলস্তর যথাযথ রাখতে এবং বৃষ্টির জল ধরে রাখার জন্য জেলাজুড়ে একগুচ্ছ প্রকল্প নিল জেলা পরিষদ। পঞ্চদশ অর্থ কমিশনের দেওয়া এবং অন্যান্য তহবিলের অর্থে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে পুকুর খনন, জোড়বাঁধ তৈরি ও পুকুর সংস্কারের উপর। জেলা পরিষদের সিংহভাগ অর্থই গরমের মরশুমে ব্যয় করা হচ্ছে জল ধরে রাখার প্রকল্পে। এছাড়া আছে কিছু রাস্তা নির্মাণের কাজ। দলের জেলা তৃণমূল নেতৃত্বও চান, ভূগর্ভের জলের যথেচ্ছ ব্যবহার কমিয়ে ভূমিজল ব্যবহারের উপর জোর দিতে।

আরও পড়ুন-বিখ্যাত হতে গিয়ে বিড়ম্বনায় ভাইরাল খাট-গাড়ির মালিক

জেলা সভাধিপতি নিবেদিতা মাহাত বলেন, ‘এই জেলায় বার্ষিক গড়ে ১৩০০ মিলিমিটার বৃষ্টি হয়। সেই জলের বেশির ভাগ নদীখাত ধরে বয়ে যায়। তার কিছু অংশ ধরে রাখতে পারলেই জেলায় আর জলসমস্যা থাকবে না। মুখ্যমন্ত্রী নিজেও জল ধরো জল ভরো প্রকল্পে বৃষ্টির জল ধরে রাখার উপর জোর দিয়েছেন। তাই জেলাজুড়ে পুকুর সংস্কার ও পুকুর খননের কাজ চলছে। ছোট স্রোতগুলিতে বাঁধ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রতিটি ব্লকে একাধিক প্রকল্পের কাজ শেষ হয়েছে। কিছু নতুন টেন্ডার করা হচ্ছে।’ জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘জেলা পরিষদ শুধু নয়, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতগুলিতেও জল ধরার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভূমির উপরিভাগে জমা জলে আর্সেনিক বা অন্য কোনও ক্ষতিকর খনিজ থাকে না। ইতিমধ্যে জেলার প্রতিটি গ্রামে নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ চলছে। সেখানেও ভৌমজল ব্যবহারেই গুরুত্ব দেওয়া হয়েছে।’ জানা গিয়েছে, আগামী বর্ষার আগে সব কাজ না হলেও বেশির ভাগ কাজই শেষ হয়ে যাবে।

Latest article