প্রতিবেদন : বড়দিন উষ্ণ কাটলেও বছরের প্রথম দিনেই বেশ খানিকটা পারদ পতন হল রাজ্য জুড়ে। শহর কলকাতায় নববর্ষের প্রায় তিন ডিগ্রি নামল তাপমাত্রা। বুধবার ভোর থেকেই বোঝা গেল অল্প দিনের জন্য হলেও চালিয়ে খেলছে শীত। হু-হু করে উত্তুরে হাওয়া বইছে। এদিকে উত্তরের জেলাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল পুরুলিয়া। কুয়াশার কারণে বাগডোগরা বিমানবন্দরে ব্যাহত পরিষেবা।
আরও পড়ুন-ট্রেন ফেরানোর দাবিতে রেল অবরোধে সিঙ্গুরবাসী
বুধবার আলিপুরের তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। জাঁকিয়ে না হলেও, হালকা শীতেই ফিরেছে স্বস্তি। আজ আরও খানিকটা তাপমাত্রা নামতে পারে। এদিকে উত্তরের জেলাকে পেছনে ফেলে ঠান্ডার দিকে বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে পশ্চিমের জেলাগুলো। কালিম্পংয়ের তাপমাত্রা যেখানে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সেখানে পুরুলিয়ার তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামের তাপমাত্রা ৯.৫ ডিগ্রি। বাঁকুড়ার তাপমাত্রা ১০.৯ ডিগ্রি। যদিও এই ঠান্ডার আমেজ স্থায়ী হবে না। রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বছরের প্রথম উইকেন্ডে ফের বাড়বে উষ্ণতা।