সংবাদদাতা, পুরুলিয়া : কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকা আটকে রাখার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিল্লিযাত্রায় সঙ্গী হচ্ছে পুরুলিয়াও। আগামী ২ অক্টোবর দিল্লির (Delhi) রাজঘাটে একশো দিনের কাজের টাকা আটকে রাখার প্রতিবাদে ধরনায় বসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চে তাঁর সঙ্গী হবেন বাংলার হাজার হাজার জনপ্রতিনিধি। পুরুলিয়া থেকে যাচ্ছেন ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত দলীয় প্রতিনিধি ও দলের নেতারা। সঙ্গে থাকবে তিরিশ হাজারের বেশি বঞ্চিত শ্রমিকের দাবিপত্র। এইসব শ্রমিকরা একশো দিনের প্রকল্পে কাজ করেও টাকা পাননি। শনিবার বিষয়টি জানান তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। দলের জেলা কমিটির একটি বর্ধিত সভায়। প্রসঙ্গত, এবার ত্রিস্তর পঞ্চায়েতে পুরুলিয়া (Purulia) প্রায় বিরোধীশূন্য হয়ে গিয়েছে। পঞ্চায়েতের জয়ী প্রতিনিধিরাই শুধু নন, দলের সমস্ত কর্মী যাতে উন্নয়নের কাজে শামিল হন তার বার্তা দেওয়া হয় এই সভায়। উন্নয়নমূলক কাজে নজরদারি করবেন স্থানীয় স্তরের দলীয় কর্মীরা। সৌমেন বলেন, ‘‘বাংলার গরিব শ্রমিকদের একশো দিনের কাজের ন্যায্য পাওনা আটকে রেখে রাজনীতি করছে কেন্দ্র। এর প্রতিবাদে এ বছরের ২১ জুলাই ধর্মতলার সভামঞ্চ থেকে অভিষেক দিল্লি (Delhi) অভিযান করে টাকা আদায় করে নিয়ে আসার ডাক দেন। যেসব শ্রমিক একশো দিনের প্রকল্পে কাজ করে টাকা পাননি, দলের কর্মীরা তাঁদের বাড়ি বাড়ি গিয়ে চিঠি নিয়ে এসেছেন। সেই চিঠি দলের প্রতিনিধিরা সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাতে তুলে দেবেন। পুরুলিয়া থেকে এক হাজারের বেশি প্রতিনিধি মঞ্চে অভিষেকের পাশে থাকবেন।’’
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…