প্রতিবেদন : এক-দুই-তিন করে চোখের পলকে তিরিশ! পুশ-আপে ৪ প্রতিদ্বন্দ্বীকে হেলায় মাত করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বালিগঞ্জে এন্টারপ্রিনওর’স অর্গানাইজেশন-এর অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্যোক্তাদের অনুরোধে সৌজন্যমূলক পুশ-আপ প্রতিযোগিতায় অংশ নেন অভিষেক। অতি-দক্ষতার সঙ্গে টানা ৩০টি পুশ-আপ দিয়ে বাকিদের হারিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ক্ষতিপূরণে মিলছে মাত্র ১ টাকা
SIR চক্রান্তের বিরুদ্ধে এদিন রেড রোডের আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো পর্যন্ত প্রতিবাদ মিছিলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতৃত্ব দেন অভিষেক। মঞ্চ থেকে বিজেপিকে শূন্য করার হুঁশিয়ারিও দেন তিনি। এরপর সন্ধেয় ‘EO কলকাতা’ বলে একটি সংস্থার অনুষ্ঠানে বালিগঞ্জে উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই আরও চারজনের সঙ্গে ফিটনেস প্রসঙ্গে মঞ্চেই পুশআপ দেওয়া শুরু করেন। দর্শকরা তখন গুনে চলেছেন ১…২…৩…৪… এভাবে চলতে চলতে যখন কুড়ির ঘর পেরিয়েছে বাকিরা মোটামুটি হাল ছেড়ে দিয়েছেন। কিন্তু তখনও সমানতালে Push-up দিয়ে যাচ্ছেন অভিষেক। তিরিশে গিয়ে থামেন তিনি। হলের ভিতর তখন তুমুল হাততালি আর শাবাশি।
আরও পড়ুন-বিজেপি নেত্রীর বিদ্বেষ-বিষ গর্জে উঠল কালিয়াচক
পরেই অনুষ্ঠান সম্পর্কে নিজের সোশ্যাল মিডিয়া পেজে ছবি পোস্ট করে অভিষেক লেখেন,
“আজ, বাংলার শিল্প ও উদ্যোক্তা বাস্তুতন্ত্রের কিছু প্রগতিশীল মনের মানুষের সঙ্গে আমার যোগাযোগের সৌভাগ্য হয়েছে। ইও কলকাতা চ্যাপ্টারের শিক্ষামূলক অনুষ্ঠানের আলোচনা একটি সহজ সত্যকে ফের প্রকাশ করেছে যে বাংলা একটি রূপান্তরকারী অর্থনৈতিক নবজাগরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকাঠামো, মানব সম্পদ, উদ্ভাবন এবং প্রশাসনে বাংলার অসাধারণ অগ্রগতি সম্পর্কে কথা বলেছি এবং বিনিয়োগের গন্তব্য এবং প্রবৃদ্ধির নেতা হিসেবে বাংলার পূর্ণ সম্ভাবনাকে কীভাবে আরও কাজে লাগানো যায় তা অন্বেষণ করেছি।
আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করে এমন একটি বিশ্বাস যা শিল্প এবং সরকার অংশীদার, সমান্তরাল সত্তা নয়। একসঙ্গে আমরা একটি নতুন গল্প লিখছি, যা অন্তর্ভুক্তিমূলক, চিরস্থায়ী এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক।
এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সম্মিলিত স্পষ্ট সংকল্প এমন একটি বাংলা গড়ে তোলা যা সুযোগ তৈরি করে, উদ্যোগকে উৎসাহিত করে এবং আগামী দশকগুলিতে ভারতের উন্নতিতে নির্ণায়ক অবদান রাখে।”
অনেক বছর আগেই মেদ ঝরিয়ে ছিপছিপে চেহারা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিছুদিন আগে নিজের ওয়ার্কআউটের ছবি পোস্ট করে সেই রহস্যফাঁসও করেছেন তিনি। দীপাবলির আগে ফের জিমের ছবি পোস্ট করে বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে জিমের পোশাকে পায়ের ছবি পোস্ট করেছেন অভিষেক (Abishek Banerjee)। লিখেছেন, ”Run until your thoughts get quite”, অর্থাৎ ”তোমার চিন্তা শান্ত না হওয়া পর্যন্ত দৌড়ও”।
আরও পড়ুন- হাসিনার আত্মীয় সেনাপ্রধান ওয়াকার মার্কিন চর হয়ে সরকার ফেলার নেপথ্যে! বিস্ফোরক অভিযোগ কামালের
এর আগে বাংলায় নির্বাচনের সময় পাহাড় থেকে সাগর- চষে বেরিয়েছেন তৃণমূলের সেনাপতি। ২০২৬-এর লড়াইয়ের জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে আরও শক্তিশালী করে তৈরি করছেন। তাঁর ইন্সটাগ্রাম স্টোরির ছবির পাশাপাশি এদিনের জনসমক্ষে পুশআপ-ই তার প্রমাণ।

