প্রতিবেদন : বাংলা বলার ‘অপরাধে’ ছয় শ্রমিককে বাংলাদেশে পুশব্যাকের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে বিস্তারিত রিপোর্ট জমার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যের ছয় পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পাঠানোর ঘটনায় রাজ্যের উচ্চ আদালতে দিল্লি পুলিশের বিরুদ্ধে হেবিয়াস কর্পাস মামলা দায়ের হয়েছে। শুক্রবার সেই মামলায় হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব ও দিল্লির মুখ্যসচিবকে সমন্বয় সাধন করে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে। বুধবারের মধ্যে সব পক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। এই প্রসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ওড়িশার পর বাংলার ৬ শ্রমিককে বাংলাদেশে পুশব্যাকে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখোমুখি দিল্লির সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে বুধবারের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ জারি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অধিকারের জন্য তৃণমূল কংগ্রেসের এই লড়াই চলবে।
এদিন মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী জানান, দিল্লি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বাবা, মা এবং তাঁদের ৮ বছরের সন্তানকে। তাঁরা ভারতের নাগরিক। দিল্লি পুলিশকে সমস্ত নথি পাঠানো সত্ত্বেও তাদের তরফে কোনও জবাব আসেনি।
কেন্দ্রের তরফে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী বলেন, তিনি দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে। তাঁরা ঠিক করবেন এই মামলায় তাদের হয়ে কে সওয়াল করবেন। প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হন বীরভূমের ৬ শ্রমিক। সোনালি খাতুন, সুইটি বিবি, দানিস শেখ, কুরবান শেখ, ইমাম দেওয়ানদের গত ২৫ জুন বাংলাদেশে ‘পুশব্যাক’ করে দিল্লি পুলিশ। সেই ঘটনাতেই বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওই ছয় পরিযায়ী শ্রমিকের পরিবার।
বাংলাদেশে পুশব্যাক, রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
