জয় নিশ্চিত হুঙ্কার পুতিনের

সিআইএ-র দাবি করেছে, কুচকাওয়াজে থার্মোনিউক্লিয়ার আরএস-২৪ ইয়ারস ব্যালেস্টিক মিসাইলও দেখা গিয়েছে। ফলে উদ্বেগ বাড়ছে।

Must read

প্রতিবেদন : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াই বিজয়ী হবে। আশাবাদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর দাবি, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরাই জিতেছি। এবারও জয় আমাদেরই হবে। আমি নিশ্চিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকী পালিত হল রাশিয়ায়। বিজয়দিবস উপলক্ষে সমাবেশে তাৎপর্যপূর্ণভাবে পুরনো সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানান পুতিন। খবর এএফপির। মস্কোয় বিশাল সমাবেশে রীতিমতো সামরিক শক্তিপ্রদর্শন করেছে রাশিয়া।

আরও পড়ুন-হংকংয়ে জন লি

পুতিন বলেছেন, প্রতিবেশী দেশের জনগণকে স্বাধীন করতে আমাদের সেনারা মিত্রশক্তির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। নাৎসিদের বিরুদ্ধে আমরা যেমন জিতেছি, তেমনই এবারও জিতব। বারবার পুতিনের ভাষণে নাৎসিবাদ আর ফ্যাসিবাদের কথা উঠে এসেছে। তাঁর অভিযোগ, ইউক্রেন ফ্যাসিবাদের কবলে পড়েছে। এই ফ্যাসিবাদ ইউক্রেনের পূর্বাঞ্চলের সংখ্যালঘু রুশভাষী মানুষ ও রাশিয়ার জন্য বড় হুমকি। নব্য নাৎসিদের হাত থেকে ইউক্রেনকে মুক্ত করতে রাশিয়ার লড়াই চালিয়ে যাবে বলে ঘোষণাও করেন তিনি। বিজয় দিবসে সামরিক কুচকাওয়াজও হয়। সেখানে দেখা মিলেছে অত্যাধুনিক রকমারি সমরাস্ত্রের। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র দাবি করেছে, কুচকাওয়াজে থার্মোনিউক্লিয়ার আরএস-২৪ ইয়ারস ব্যালেস্টিক মিসাইলও দেখা গিয়েছে। ফলে উদ্বেগ বাড়ছে।

Latest article