সিন্ধুর নজরে সিঙ্গলসের সোনা

Must read

বার্মিংহাম : দলগত বিভাগে সোনা হাতছাড়া করার পর পিভি সিন্ধুর (PV Sindhu) পাখির চোখ ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেও, মেয়েদের সিঙ্গলসের ফাইনালে আরেক ভারতীয় তারকা সাইনা নেহওয়ালের কাছে হেরে রুপোতেই থামতে হয়েছিল সিন্ধুকে (PV Sindhu)। দু’বারের অলিম্পিক পদকজয়ী এবার সোনা জিততে চান। মিক্সড টিম ইভেন্টের ফাইনালে মালয়েশিয়ার কাছে হারের পর সিন্ধুর বক্তব্য, ‘‘দিনটা আমাদের ছিল না। সোনা হাতছাড়া হওয়াটা দুর্ভাগ্যজনক। তবে আন্তর্জাতিক মঞ্চে রুপো পাওয়াও বড় কৃতিত্ব। এবার সময় হয়েছে ব্যক্তিগত ইভেন্টের দিকে ফোকাস ফেরানোর।’’ তিনি আরও বলেন, ‘‘গত কমনওয়েলথ গেমসে সিঙ্গলসের ফাইনালে উঠেও হেরে গিয়েছিলাম। এবার সোনা জয়ের লক্ষ্য নিয়েই বার্মিংহামে এসেছি। তবে লড়াইটা মোটেই সহজ হবে না। আমার কাছে প্রত্যেকটি সিঙ্গলস ম্যাচই গুরুত্বপূর্ণ। কারণ ওই বিশেষ দিনে আপনি কেমন ছন্দে রয়েছেন, তার উপরেই সাফল্য নির্ভর করে।’’

আরও পড়ুন: ভারোত্তোলনে ব্রোঞ্জ পেলেন লভপ্রীত

Latest article