কোভিড সামলে ফিরে আসা খুব কঠিন ছিল, কোর্টে সবাইকেই হারানো যায়: সিন্ধু

Must read

পানাজি : জোড়া অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু সদ্য এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছেন। শুক্রবার তারকা ভারতীয় শাটলার বলেছেন, আন্তর্জাতিক সার্কিটে তিনি কোনও একজন কঠিন প্রতিপক্ষকে বেছে নিতে পারবেন না। কারণ, এই পর্যায়ে সবাই একই মানের। তাই কাউকেই হালকা ভাবে নেওয়া যায় না।
গোয়া ফেস্টিভ্যালে গিয়ে এক সাক্ষাৎকারে সিন্ধু (PV Sindhu) বলেছেন, ‘‘আমার মনে হয়, কেউ কঠিন প্রতিপক্ষ নয়। আবার এটাও বলা যায়, যে কেউ যে কোনও দিন পরাজিত হতে পারে।’’ এর পর ভারতীয় তারকার সংযোজন, ‘‘এই মুহূর্তে আন্তর্জাতিক সার্কিটে সবাই সমমানের। এটা কখনওই ভাবতে পারি না, উন্নত র‍্যাঙ্কিংয়ের একজন খেলোয়াড় সব থেকে কঠিন প্রতিদ্বন্দ্বী হবে অথবা তাকে হারানো যাবে না। এমনকী কম র‍্যাঙ্কিংয়ের একজন খেলোয়াড়ের বিরুদ্ধে লড়াইটাও সবসময় সহজ হয় না। তাই আপনাকে সবসময় কোর্টে নেমে একশো শতাংশ উজাড় করে দিতে হবে। আমি বলতে পারি না, একজন খুব কঠিন প্রতিপক্ষ। বরং বলতে চাই, কেউ অপরাজেয় নয় আবার সবাইকেই হারানো যায়।’’

আরও পড়ুন: দিলীপদের চা চক্রে আমন্ত্রণ

কোভিডের সেই কঠিন সময়ের স্মৃতিও উঠে এসেছে সিন্ধুর (PV Sindhu) গলায়। বলেছেন, ‘‘অতিমারির কারণে দু’বছর আগে প্রথম যখন টোকিও অলিম্পিক স্থগিত হল, সে সময়টা খুব হতাশাজনক ছিল। তবে আমরা ধাক্কা সামলেও প্রস্তুতি চালিয়েছি। ভাগ্য ভাল সব কিছু ঠিকঠাক ছিল। আমি টোকিও থেকে পদক নিয়ে ফিরেছি।’’

Latest article